নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মৌসুমী ভৌমিক



হারানো বসন্ত
***********



এত ভালবেসেছি
     এত ভালবেসেছি বসন্তকে
তবু যখন বসন্তকাল এল
     ছুঁতে পারি নি শিমূল
           খোঁপায় লাগাতে পারি নি পলাশ
কৃষ্ণচূড়া রাধাচূড়ার কাছেও বসতে পারি দুদণ্ড
শুনতে ইচ্ছে করেনি কোকিলের কুহুতান।

যখন ফাগুন এল
   আবির মাখতে পারি নি ত্বকে জ্বালার ভয়ে
       পারি নি দোল খেলতে -

নিত্যদিনের কর্মমাঝে নিজেকে জড়িয়ে রেখেছি
     বসন্তকে চিনতেই পারি নি
         কিংবা চিনতে চেষ্টাও করি নি।

অথচ বসন্ত আসবার আগে
      কত প্রতীক্ষায় থেকেছি --

সোমা বিশ্বাস




বসন্ত
*****



বসন্তের বাহার ফুলে ফুলে ভরা
সুগন্ধি ছড়িয়ে পড়েছে চতুর্দিকে,
ভালোবাসা ভালোবাসা বসন্তের দান
ফাল্গুনে ফাগুন চায় সর্বলোকে ।
গাছে-গাছে ফুল-ফল, মৌ-এর গুঞ্জন
প্রজাপতি ডানা মেলে উড়ে যায় সর্বত্র ।
গাছে গাছে ভরে উঠেছে সবুজ পাতা
বসন্তের গুণাগুণে অমর ছাড়পত্র ।

তপময় চক্রবর্তী





বসন্ত আসবে বলে 
****************




কোনো-একদিন বসন্ত আসবে ব'লে
নিজেকে বিদ্ধ করেছ কফিনের ফালে,
আতরের গন্ধেমাখা  সুদূর  ঝাপসা পথে
কালো ঝরা পাতার খস খস শব্দে,
আর ওই দূরের বাতাসের হুইসেলে
গা ধুয়ে যায় শুদ্ধ শীতল পরশে,
চাওয়া পাওয়া সেরে লাল বিকেলে
শুকনো পাতার মতো শেষ হয় বনে,
বন্দী ছবি প্রতিচ্ছবির ফ্রেমের কোণে,
নীতিহীন মুখ ও রাঙে নানা রং -এ
আর কালো কোকিল ও রঙীন ডাকে ,
যে সৌন্দর্য জন্ম লয় -- -- কমলার ফুল বনে ; 
মানুষের মনে কোকিলের গান ব্যবহৃত হ'য়ে 
সে সুদূর তরঙ্গে নাড়িয়ে দেবে কৃত্রিমতাকে
পৌঁছে যাবে মাকড়সার রোজগার বোনা জালে,
যে অন্তে শুকনো পাতার মতো ঝরে নাকো বনে ।।

নুশরাত রুমু




এসেছে ঋতুরাজ
***************



সূর্যের ঝিকিমিকি
পাখিদের কলতান
হৃদয়ে খুশির দোলা
ফাগুন এসেছে আজ।
মৌবনে মৌমাছি
ফুলগুলো ফুটে আছে
কৃষ্ণচূড়ার ডালে
এ যে বাসন্তী সাজ।
দখিনা হাওয়া এলো
সুরে সুরে কাছে টানে
কাব্যের ছোঁয়া লাগে
রেখে দিই যত কাজ।
সুশোভিত এই ধরা
পুলকিত মাঠ-ঘাট
দু'হাত ছড়িয়ে বলি
এসেছে ঋতুরাজ।

ইসমাইল মোল্লা




বসন্ত
****


ফাগুন আনন্দে মাতোয়ারা উদ্বেল বাতাস ।
আট থেকে আশির বুকে ভালোবাসার উন্মত্ত সুবাস ।
ধামসা মাদলের তালে তালে হারিয়ে যাক দুঃখ আছে যত
অশুভ রাত্রি শেষে ডাক দিয়েছে প্রিয় রঙিন বসন্ত ।
বসন্ত মানে প্রেম ।
বসন্ত মানে বুকের বাঁপাশে সদ্য ফোটা শিমূল –পলাশ–কৃষ্ণচূড়া ।
বসন্ত মানে প্রাণের নেশায় পথ হারানো পথভোলা । 
বসন্ত মানে চেনা প্রকৃতির সাথে নতুন করে আলাপ
বসন্ত মানে মুখোমুখি বসে ভালোবাসার যুক্তিহীন প্রলাপ ।
বসন্ত মানে প্রিয়জনের রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠা
বসন্ত মানে অপেক্ষার আগল শেষে পেখম মেলে ধরা ।
বসন্ত মানে চোখে চোখ রেখে নীলচে আকাশ সীমাহীন
বসন্ত মানে প্রতিটি বাঙালির প্রেমের জন্মদিন ।

সৈকত বণিক





সঙ্গী যখন হেমলক
*****************





তবে তাই হোক
আমার গায়ে হাত দিয়ে যেদিন  নশ্বর হয়েছিল ব্রহ্মপুত্র
সেদিন তো প্রশ্ন করিনি
কেন করলে এইরকম, বলো।
শরীর শুধু শরীর, প্রিয়তমা নয়
তাই বনমালী নস্কর লেনের শরীরটা
আজ তোমার খাদ্য
কাল আবার রবীন্দ্রতীর্থ...
সেদিন যে বলেছিলে
আমি নাকি তোমার বিশল্যকরণী!
তোমার ক্ষতের প্রলেপ
তাহলে আমায় ক্ষতবিক্ষত করতে
একটুও হাত কাঁপল না, অথবা মন?
রবীন্দ্রসরোবরে আজও ভীড় হয়
হাট বসে বক্সিগঞ্জে
জমে ওঠে ময়ুরপঙ্খী
কেউ দেখে না
নির্ভয়া আজও কাঁদে
কখনো জনসমক্ষে, কখনো বা আড়ালে।।।