নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সন্দীপ ভট্টাচার্য






আর কিছুকাল-
**************               



আর কিছু কাল বাঁচতাম যদি 
সেভাবে বাঁচার মতন
দিস্তা দিস্তা ভালোবাসা দিতাম 
রঙ লাগাতিস প্রাণ ভরে
নীল খয়েরী গোলাপী অথবা সাদা কালো
বাদল বাহানায় রামধনু অথবা
নোনা জলে গাঙচিল আলপনা
জ্যোৎস্না ভেজা হাওয়ায় বাঁশবন
আর পালক স্পর্শে চোখের কোনের রঙ
যা তোর ভালো লাগে
আর কিছুকাল  বাঁচতাম যদি 
তোকে ছুঁয়ে দেখতাম প্রান ভরে
ক্যানভাসে চুমু তুলির মতন
ফুটে ওঠা ভেনাস আর উষ্ণতা, উষ্ণতা
দূরত্ব কমায় যে উষ্ণতা
তারপর অলৌকিক দহন পাঁজরের ওপারে
উড়ে যাওয়া ফানুস, হায় সে ছোঁয়া
আর কিছুকাল বাঁচতাম যদি
সেভাবে বাঁচার মতন।

কবির কাঞ্চন




ঋতুরাজের আগমনে
*************



শীত শেষে বসন্ত এলো
রানীর মুকুট পরে
নব প্রাণে সুখের জোয়ার
তরুলতার চরে।

সবুজবনে রঙ লেগেছে
রূপের রাণীর বেশে
মৃদু হাওয়া প্রাণ জুড়াতে
আসছে ভেসে ভেসে।

কৃষ্ণচূড়া পলাশ ফোটে
চাঁপা বেলী গাঁদা
অলি ছুটে মাতাল হয়ে
ছুটে শাহাজাদা।

ফুলের ঘ্রাণে ছন্দ আনে
মৌ মৌ সুবাস প্রাণে
গাছে গাছে ডাকছে পাখি
মধুর কলতানে।

পাখির গানে ফুল ফুটেছে
ফল ধরেছে গাছে
ঋতুরাজের আগমনে
আম্র মুকুল নাচে।

কাজী জুবেরী মোস্তাক




ভালোবাসা মানে 
***************



ভালোবাসা মানে আমি তুমি মিলে আমরা হয়
আর ওরা আমাদের ভালোবাসার খামারী কয় ৷

ভালোবাসা মানে দু'জনে মিলে শুধুই খুনসুটি
আর তুমি-আমি আমরা মিলে যৌথ কেমিস্ট্রি ৷

ভালোবাসা মানে তোমার কোলে মাথা রাখা
আর রাত জেগে দু'জনের জোৎস্না স্নান করা ৷

ভালোবাসা মানে দুইটা স্লাইস একটা বোতলে 
তবুও তৃপ্তিতে দু'জনেই সুখের ঢেঁকুর তোলে ৷

ভালোবাসা মানে ঘরের খোঁজে আজ ঘর ছাড়া
আর সুখের আশায় দু'জনে ফেরারী হয়ে ঘোরা ৷

ভালোবাসা মানে দু'জনে মিলে যৌথ স্বপ্ন বোনা
আর আমি - তুমি মিলে একটা সুখের বিছানা ৷

ভালোবাসা মানে শুধুই কাম বাসনার সঙ্গী নয়
ভালোবাসা মানে দুই দেহে এক প্রাণ হতে হয় ৷

আকাশ সৎপতি




অন্য বসন্ত 
**********




রিকশাওয়ালা পিঠে করে 
এক মস্ত বড় দুপুর নিয়ে এল ,
তিনতলা থেকে যুবতী টি দৌড়ে এসে 
সোজা উঠে পড়ল রিকশায় ।
তার নিশ্বাসে তখন সিরিয়ার গন্ধ 
শিরায় শিরায় ভারতবর্ষ .......
রিকশা চলতে থাকল 
চলতেই থাকল 
পাশে উড়ে গেল প্রসাদী ফুল , আর্তনাদ ;
সাঁই সাঁই ওলা-উবের 
শেষমেশ যুবতী টি যখন তার ঠিকানায় পৌঁছল ,
তখন বসন্ত তার দরজায় খিল দিয়ে 
অন্ধকার ঘরে ঘাপটি মেরে বসে রয়েছে ।

মহাজিস মণ্ডল





পলাশ
*******



                             
চৈত্রদিনের দগ্ধ গন্ধ ছড়িয়ে যাচ্ছে
তোমার আশ্চর্য রঙের রেণু মেখে
কত চিহ্ন কত দাগের অক্ষর ফুটে উঠছে
তোমার দু'চোখের শব্দময় শব্দের অন্তর্লীনে
দহনবেলা পেরিয়ে কুড়িয়ে নিচ্ছি রোজ
দুঃখের মথিত পালকের মূর্ছনা
বিমূর্ত -বিভঙ্গের গূঢ় আধারে আজকাল
বিহঙ্গের মতো গাছে গাছে ফুটেছে পলাশ ।

ফিরোজ আক্তার




পেটমোটা কুমড়ো
****************



পেটমোটা কুমড়োটার হঠাৎ করে হয়েছে গোঁসা,
লাউপিসি বলেছে তাকে, "তোর নাকি মোটা খোসা " !
কথাটা ঠিকই পৌছে গেলো এঁচোড় কাকার দুই কানে,
কে যে সেটা তুললো কানে, এঁচোড় কাকাই সব জানে !
তাই না নিয়ে সব্জিক্ষেতে প্রকান্ড এক ধুন্ধুমার -
দু'দলেতে ভাগ হয়েছে সবজিসকল আরেকবার ৷
পাতলা খোসা , মোটা খোসা , লালচে ও সবজেটে
দল করেছে পাতলা খোসা , লালচে ফল একজোটে ৷
অপরদিকে মোটা খোসা, সবজে ফলের দাবড়ানি,
শখের প্রাণটা যায় যে বুঝি, ভীষণরকম হানাহানি |
কোথায় ছিল বুনো ওল, বাঘা তেঁতুল সাথে নিয়ে -
হইহই করে আসলো ছুটে, মারবে বাঁশের লাঠি দিয়ে !
এমন সময় অাসলো চাষি, কাস্তে বড়ো সঙ্গে তার,
"কোন ব্যাটারা গন্ড করে, মুন্ডুখানি যাবে কার ?"
চোখ পাকিয়ে এদিক তাকায়, ওদিক তাকায় চাষিটি
শেষকালেতে কুমড়ো ব্যাটার সারলো কাবার কম্মটি ৷