নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শুভদীপ সেন





নৈস্তব্ধ
*****




আগুন,তুমি স্বপ্ন পথিক-
রক্ত আগন্তুক,
ঝর্ণাধারায় মৃত জীবন-
সমকামী সব সুখ।
আফ্রিকা'র ঐ কালো শিশু-
পেটে নেই আজ ভাত,
পুঁজিবাদের হাতটা ছাড়ো-
থাকবে না জাতপাত।
বৃক্ষরোপন,বনসৃজন 
পাগলামি ঝুড়ি ঝুড়ি
হীরক রাজার দেশেতেও ভাই,
হীরে গেছিল চুরি।
মিথ্যে কথা বলবে যতই,
ততই তুমি সৎ
সঠিক বিচার চাইতে গেলেই
বন্ধ বিশ্বপথ।
কন্যাভ্রূনের মৃত্যু মিছিলে,
ভোরের সূর্য কাঁদবে
যাবজ্জীবন সঙ্গীরা সব, 
আগামী জোনাকি আনবে।
শহরের সেই সবুজ মাঠে,
কত্তো পায়ের ছাপ
বলতে গেলেই বুঝতে হবে,
ভাবাটাই মহাপাপ।
অট্টালিকা উঠবে গড়ে,
আকাশগঙ্গা ফুঁড়ে
বিনিময়ে আজ আসবে না আর,
একটি পাখিও উড়ে।
প্রেম-প্রীতি ছাত্র-ছাত্রী,
তোমরাই মহাকাল
বুঝিয়ে শুধু দাওগো ওদের,
কত ধানে কত চাল।
যতোই ভাবো এগিয়ে গেছো
রয়েছে ছায়া পিছে,
দূরে তুমি ঠেলবে যতই
ততই আসবে কাছে।
ঘুম আমার মধ্যরাতে,
করছে স্বপ্ন ফেরি
কলম তুমি গর্জে ওঠো,
নেই রেনেসাঁর দেরি!



প্রভাত মণ্ডল





একুশে 
******* 


                    

দিনটা ছিল একুশে
বাতাসে ছিল ফুরফুরে মেজাজ
বিহান বেলায় কে যেন
কৃষ্ঞচূড়া রঙে রাঙিয়ে ছিল নীলাকাশ
গুলদস্তা হাতে ছিল বসুন্ধরা
কি অপূবই না তার সাজ
ছিল চাতকের কন্ঠে সুখমধুর তান
পলাশ রাঙা শাড়ীতে
কোনো গ্রাম‌্য বালার লাজুক স্বরের গান। 

দিনটা ছিল একুশে
কথাও ছিল যেন একটা গুমটানো ভাব
ভ্রমরের গুঞ্জনের মধ‌্যে ছিল প্রতিবাদ
হিজল, শিমূলের বিদ্রোহীর সাজ
বাংলা বাপ=ঠাকুরদার ভাষা
ওই ভাষাতেই বলেছিলুম প্রথম কথা
প্রান দিয়েও রাখবো তার লাজ। 

দিনটা ছিল একুশে
পদ্মার বুকে জলতরঙ্গের উঠেছিল উচ্ছ্বাস
শালিক দম্পতি গুনে চলছিল প্রমাদ
বরকত, জব্বার, সালামের
রক্তে লাল হয়েছিল বসন্তের সকাল
দিনটা ছিল একুশে
ঢাকার রাজপথে রচে ছিল
বাংলাভাষা আন্দোলনের অমর ইতিহাস।

সৈকত বণিক






একুশের ডাকে স্ত্রৈনতা
********************




সেদিন শহরের শীতলতম দিনে
বোধহয় সেই জামরুল গাছের নীচে
নিজেকে আবার হারালাম
তোর কাজলের কাছে...
কিছু প্রশ্ন ছিল, শুকনো
আচ্ছা তোর সাথে মেঘের আহ্লাদে
এখনও বৃষ্টি পড়ে?
কৃষ্ণকলি বলে এখনও কেউ ডাকে তোকে?
আমি তো ভেসেছি তোর কবিতায়
আর তুই আমার ছন্দের আস্কারায়...
সেই শেষ পিরিয়ডের শেষ বেল
কিংবা ভাঙা ঘাটে পা চুবিয়ে জলকেলি-
আমার সব প্রশ্নের উত্তর দিতে পারেনি
হয়ত আমায় খুঁজে চলেছে
স্ট্রিট লাইটের আবছা আলোয়...
আর তুই অনেক অনেক দূরে
সেই জামরুল গাছের নীচে
শহরের শীতলতম দিনে...

তপময় চক্রবর্তী




অবশ বিবশ দিবস
*****************





এ এক অন্য দিন , প্রস্ফটিত এক কৃত্তিম,
নিলয় অনিলদের স্বতঃস্ফূর্ত রুক্তিম !
যেখানে মেঘেদের কোন প্রতিজ্ঞা নেই ,
ঘন আধার এখন বিরাজমান
পিছুটান নেই কোন ...
রক্তিম জলে ধুয়ে যাই প্রাণতরলতা
নীলসরোবরে স্বরবর্ণ ব্যঞ্জন মন!
মাটির শরীর তবুও ব্যাকুল 
ভালোবাসার ভাষার ব্যাথায় আকুল ,
কাটছে সময় এখন অপেক্ষাতে
খুব ক্লান্ত প্রাণ'টা অবশ বিবশ ,
দখল করে অশ্রুর ' ভাষা দিবস ' ;
বুকে মাথা রেখে যেদিন বললে
ধুয়ে মুছে সকল ক্ষোভ গুলো
আর প্রভাতফেরিরর সেই প্রথম সকালে
প্রাপ্তির, তৃপ্তির ছোঁয়া তাই এই মনের গভীরে,
তুমি পেরিয়ে এসেছ অনেক ভাষার বসন্তে
আজ তাতে আর একটি সংযোজন |

রুনা দত্ত





একুশে ফেব্রুয়ারি
 *******************


২১ আমাদের মায়ের ভাষা
২১ আমাদের প্রাণের ভাষা
২১ আমাদের লক্ষ শহীদ ভাইয়ের দান
২১ আমাদের লক্ষ কন্ঠে মিছিলের স্লোগান
 একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

২১ আমাদের গৌরব আমার অহংকার
২১ আমাদের রক্তে বিপ্লবের সঞ্চার
২১ আমাদের নির্ভীক প্রতিবাদী গান 
২১ আমাদের সংগ্রামী অভিযান
একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

২১ আমাদের প্রানের স্পন্দন
২১ আমাদের স্বাধীনতার জাগরণ
২১ আমাদের মিষ্টি মধুর বাংলা ভাষা
২১ আমাদের মোদের গর্ব মোদের আশা
একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

২১ আমাদের রক্তে রাঙানো আন্দোলন
২১ আমাদের জাতীয়তাবোধের প্লাবন
২১ আমাদের ভাইয়ের মৃতদেহে ঢাকা শহীদ মিনার
২১ আমাদের অন্যায়ের বিরুদ্ধে জনজোয়ার
 একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।

 ২১ আমাদের ভালোবাসার মহান মাতৃভাষা দিবস
 ২১ আমাদের চেতনার রঙে রাঙানো স্নেহ পরশ
  ২১জেগে থাকুক সারা পৃথিবীর বুক জুড়ে
  ২১ বাঁচুক বাংলাভাষার স্মৃতির স্মারক  হয়ে
   ২১ বারবার ফিরে আসুক সময়ের সরণী বেয়ে।

    

সোমা বিশ্বাস




বাংলার জয় গান 
************



আমি বাংলার জয়গান গাই ।
বাংলাতে জন্ম নিয়েছি,
বাংলাকে ভালোবেসে যাই ।
আমি বাংলার জয়গান গাই ।
বাংলা আমার, স্বদেশ আমার,
বাংলার আমি সন্তান গো ।
এই ধরণীর স্বর্গসুখ
বাংলা মায়ের চরণে গো ।
আমি বাংলার জয়গান গাই ।
বাংলা তোমার, বাংলা আমার,
বাংলা সবার লক্ষ্য হোক ।
বাংলা ভাষার সহজ পাঠ
আদি পুরাণের পুণ্য শ্লোক ।
আমি বাংলার জয়গান নেই ।