এখনো অপেক্ষা
*************
আমার তো প্রতীক্ষা ছিলো --
আসতে আসতে, সকল দরজা জাগিয়ে এসেছি
অন্ধকারের পাতায় লিখেছি আগামী আলোর নাম,
অসুস্থ-মৃত, শরীরী-অশরীরীদের দিয়েছি কথা --
সেই জীবনদায়ী ছোঁয়া,যা তোমার কাছে ওদের পাওয়ার !
আমি তো দিয়েছি কথা --
প্রতিটা ফুলের একটা বিশুদ্ধ আকাশ দেবো,
নুড়ি-পাথর থেকে বাছা হবে না শালগ্রাম শিলা
শালগ্রাম শিলায় জন্ম নেবে অবহেলিত নুড়ি-পাথর-
তাদের চাঁদ জোৎস্না একাদশী সবটুকু দেবো করেছি অঙ্গীকার !
রক্ত লবণ মাটির রোদকণায় ওদের প্রাপ্তি টুকু--
মেরুদন্ড সোজা করে লিখবে নিজের নাম -
বলো, আর কতক্ষণ অপেক্ষায় রাখবে !! তোমার দরজায় --