নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পিয়ালী বসু ঘোষ



পরিপূরক...
*******




ইচ্ছের ভিতর থাকে আরও কিছু কৌতুহলী ইচ্ছে
তীব্রভাবে আছড়ে পড়বে বলেই
ঘনিষ্ঠ ঢেউ গুলো সরে যায় দূরে
সমব্যথী মেঘগুলো কাছাকাছি এলে
প্রকৃতিও শান্ত হয়

নিরাপদ পাঠশালায় নয়ছয় হয় সব প্রতিশোধ
ভুল করে বাড়িয়ে ফেলি আবারও তৃষ্ণার্ত জিভের ডগা
তোমার ঠোঁটের কাছে গিয়ে ফিরে আসে
আমার সব মৃত্যুগন্ধী নেশা
ঝরে পড়া রাত শিশির জানে মাটিই তার প্রত্যাশা !!

ঈশিতা দাস




হয়তো বা ...
********



আজ হয়েছি বন্ধি
তোমার উষ্ণতা জড়িত রাতের গভীরতায় ।
   জমাট বেঁধেছে রক্ত বিন্দু
   মুহূর্তদের কনায় কনায় ।
ডুবে গিয়েছি আজ
কোনো সীমান্তহীন জলের গভীরতায় ।
হ্যাঁ আজ আসক্ত হয়েছি আমি
      তোমার প্রতি ।
নির্বাসিতা আমি আজকাল ।
তবুও হয়তো বা কোনো একদিন
নেশা কেটে গেলে
তুমিও কেটে যাবে
   কোনো অস্তিত্বহীন পিছুটানে ।।

মীনা ঘোষ




ফিরে দেখা 
***********





আকাশের নিবিড় কোল বেয়ে,
 কুয়াশার স্বচ্ছ জলে মুখ ধুয়ে,
যারা প্রতিদিন শরীরের উত্তাপ
 মাপতে চায়,

সকালে সোনালী রোদের মিছিলে,
 ওদের সাথে দু পা হেঁটে এলে,
হঠাৎ যেন আচম্বিতে নিজের সাথে
 দেখা হয়ে যায়...!!

অতনু নন্দী




     
         অন্ধকারে এক মোমবাতি গলে 
        *****************************





টিলার উপর থেকে চাঁদ দুরন্তপনা বাড়িয়ে উঠে গেলো আর এক পাহাড়ে...
শরীর ঢেকে গেছে তরল রাত্রির রঙে

তুমিতো ছিলে না পুরুষ ধরা মেয়ে !
তোমার রূপে ঈপ্সিত ঝিলিক ,
প্রজাপতি উড়ছে তোমার আত্মায়..
বেলা পরে আসে,বেলা পরে  আসে...

নিয়নের সব বাতি নিভেছে আজ !
অন্ধকারে একা মোমবাতি গলে..
বিনিদ্র রাতে মোমবাতি থেকে
মোম গলে পরে ....।

শুভ্রা দে



এক মুঠো ছাই ...
***************



সূর্যের আলো অস্ত গেলে আসবে আবার ফিরে
সময় গেলে আর পাবোনা ফিরে
জীবন টাও তেমন গো যাবে যে অস্ত যখন আর পাবো না ফিরে
রঙ্গলীলায় উঠবেনা আর পৃথিবীর এই রঙ্গমঞ্চে
সময়ের অতলান্তে তলিয়ে যাবে এই দেহ,নাম পরিচয়
বিলিন হবে প্রবাহমান সময়ের সাথে সাথে।
জীবনের শেষ চাল বুঝে নাও।
সময়ের তুফান উড়িয়ে নিয়ে করে যাবে সব
 বিলীন এই মাটির পরে।
তেল বিহিন প্রদীপ ক্ষনে ক্ষনে নিভছে,
এক মুঠো ছাই হয়ে যাবে যে ধুলায় মিশে।

শাল্যদানী


ফর আ নিউ ইয়ার 
******************




সময়ের ঘরে কাঁটা বাস করে।
চাকাচাকা কন্সার্ট গান, বা -
মলাটে মোড়া ময়লাটে ফিসফিসানি সন্ধি।
নতুন বছর

চাদরের দাগে হিজিবিজি শব্দবহ কোলাজ,
ফরেন মাইলেজ মেল ভর্তি কুশলতা,  বা -
দেবদারু বনে ঝিলিক স্বপ্নে
জেগে থাকে তারা
যারা পুরোনো হয় না

এ পানপাত্র তুলে ধরি সময়ের নামে
ঘনঘন হাই ওঠে একঘেয়ে নিউ ইয়ারে।

তবু ভালো থেকো
ভালো থাকার অভিনয় চালিয়ে যেও