ছায়ার প্রতি একতরফা টান ছিঁড়ে ফেলে নিজেকে মেলে ধরতে চাই উন্মুক্ত আকাশে,
নিজের মধ্যের সব নীল ছড়িয়ে দিতে চাই দীঘির জলে ।
সময় এসে গেছে শীতের পরশ টুকু কাটিয়ে ওঠার,
আমার থেকে চিরন্তন 'আমি'কে পৃথক করার ।
সবুজ ঘাসে নগ্ন পা ফেলে যেতে চাই নতুন এক পৃথিবীর বুকে,
যেখানে সবকিছু শর্তহীন, বন্ধনহীন,
যেখানে নারীর পোশাক খুলে রেখে শুধু মানুষ হয়েই বাঁচা যায় ।
ছুঁতে চাই সেই আকাশ, যেখানে জাজ্বল্যমান রয়েছে আমার অভীষ্ট ধ্রুবতারা ।