মনগুলো সব ঘুপচি ঘরের থেকে,
একে একে শব্দ খুঁজলো হাওয়ার।
পোশাক তবুও দেহের শরম ঢাকে...
মনের হদিস কজন পেল ছোঁয়ার?
ট্যাক্সির পেছন শহর থেকে শহর,
তোমার খবর এ শহরের কোথায়?
যন্ত্রনাদায়ক বুকের পাশে পাথর,
একটা উল্কা গড়িয়ে পড়লো চিতায়।
এ উল্কা আমার যেমন, ঠিক তোমার...
এ শহরের মায়ার জালের ওপর।
আয়না থেকে আয়নাবাজির খেয়ায়
আমার মাথায় কেউ পরালো টোপর!
না আমার কারও ওপর রাগ নেই,
খাঁচার পাখিও এই জন্মে হয়রান।
মুক্তি পেয়েই ঘুরবো আকাশ যদ্দূর,
ব্রহ্মান্ড চুমে মারবো এক ছয়রান।