নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সম্পা পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সম্পা পাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাহাড় জানেনা নারী দিবসের মানে :সম্পা পাল

আমার পাহাড় পোস্ট গ্ৰ্যাজুয়েট নয়
ডক্টরেট শব্দ এখনও তার কাছে কঠিন অক্ষর।
তাই সে কখনো কোনো সেমিনারেও আমন্ত্রিত নয়।

ফাঁকা ডিগ্রির ঘরগুলো কোনো বিকেলেও তাকে ভাবায় না
আসলে সে কখনো স্কুলের সীমানায় পা রাখেনি।

আমার পাহাড় মহানগর থেকে দূরে
বিশ্বায়ন থেকেও দূরে
তবু জীবন প্রবাহে স্বমহিমায়।

পিতৃতান্ত্রিক , মাতৃতান্ত্রিক সমাজের মানে সে জানে না
জানেনা গ্ৰেগোরিয়ান ক‍্যালেন্ডারে নারী  দিবস কেন আসে 
তবু নারীকে সন্মান দেবার তার নিরলস প্রচেষ্টা
সেই টার্সিয়ারী যুগ থেকেই …......

 

সম্পা পাল






অবিনাশ কবিরাজ স্ট্রিট
*********************



সেটা পৃথিবীরই  রাস্তা ,অবিনাশ কবিরাজ স্ট্রিট ।
ত্রিফলা বাতি যখন খুব একা,সে রাস্তা তখন সরব ।

রাস্তার ওপারে পদবীহীন কিছু কোয়ার্টার দাঁড়িয়ে ।
আর  অন্দরমহলে পদবীহীন কিছু নারী
কোথাও একা , কোথাও নিঃসঙ্গ ।

ওরা কারা ?
ওরা আম্রপালির অস্তিত্ব ।
ইতিহাস ভোলেনি সেদিনের সমাজ
আবারও কিছু বিবর্তন ,হয়তো অপেক্ষায় ।

ওদের কোনো বোধন নেই
তবু বিসর্জনের কান্নাটা ওঠে মাঝে মাঝে ।
তবে ওদের মাটিতেই আমাদের কাঠামো পূর্ণ।
ওরা কারা ?
ওরা অবিনাশ কবিরাজ স্ট্রিটের বাসিন্দা .........

সম্পা পাল





উমা , তোমার অপেক্ষায়
**********************




শুনছো তুমি !
আমি ভাদ্রের একা দুপুরে বসে ,
মেঘগুলো এখন প্রায়ই ছাঁদে আসে ।
রোজই দুপুরে কীটস , বায়রন ,রবীন্দ্রনাথের সম্মেলনে আমিও ছাঁদে আসি ।
ওরা বিশ্ব , আমি তুচ্ছ , নগন্য , বালির কণা ।
এক কোনে ঠাঁয় দাঁড়িয়ে থাকি , সূর্যটা কখনো কখনো বিরক্তও করে ।

যেদিন বৃষ্টি থাকে সেদিন আর আসা হয় না ।
সেদিন জানালার পর্দা সরিয়ে ডুয়ার্সের বৃষ্টি দেখি ,
দেখি পাহাড় আর সমতলের সঙ্গম ।

রোজনামচার জীবন ভেঙে এবার আমায় উমা এনে দাও
পূর্বপুরুষের রেখে যাওয়া সামিয়ানা এখনো আমাদের আলমারিতে ।
আমার আয়োজন শুরু হয়েছে , উঠোনে ঢাক বাজবে 
একা এক ঢাকুরে ফাঁকা স্টেশনে বসে  , হয়তো অপেক্ষায় .........

সম্পা পাল






শব্দ সাঁকো 
*********




অনেকগুলো শব্দ জমা হয়েছে , কিছুটা এখনো বাকি ।
একটা শব্দসাঁকো হয়তো হয়ে যাবে ।
যদি কিছু শব্দের প্রয়োজন হয় ,ধার হিসেবে দিয়ো ।

এ সাঁকোতে এপার ওপার একদিন এক হবে ।
তখনও মাঝখানে নদী একটা থেকেই যাবে ।

এ সাঁকোতে পূর্ব পুরুষ , উত্তর পুরুষ এক হবে ।
এক হবে সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগর ।
এক হবে কয়েক হাজার ভাষা আর সাতশো কোটির মানুষ ।
এক হবে পৃথিবীর সব সাদা কালোর দ্বন্দ্ব ।

সাঁকোটা তৈরী হোক ,পৃথিবীর মানুষগুলোকে 
এপার থেকে ওপারে পৌঁছে দেবো ।

তারপর আমাদের দেখা হবে চাঁদের মাটিতে
সেখানে আমাদের মাঝখানে সারে তেইশ ডিগ্রি রেখাটা থাকবে না 
তবে পৃথিবীতে থেকে যাবে আমাদের শব্দ সাঁকোটা ।