এভাবে এভাবেই বলে বুঝি কেউ !
চোখের জলের দাগ
এভাবেই পাথরের কারুকৃতি
জন্মদাগ পার করে
শিকড়ে রাখে নোনতা বিন্যাস,
যাবতীয় যাপনের ঊরুভাঙা 'দ'
এভাবেই পবিত্র যোনিপথে সুরাপাত্রে সুরক্ষিত রাখে বাৎসল্য !
এভাবেই পল্লবিত অক্ষরেরা দীর্ঘশ্বাস বয়ে নিয়ে হৃদ-কুলুঙ্গীতে
মুগ্ধ মুদ্রা রাখে কাম কাম অন্তহীন রিপু !!
পাপ নয়, স্খলনের স্নিগ্ধ উচ্চারণে
পান্ডুলিপি জুড়ে পুড়ে যাই, মরে যাই, আমি এক নিঃস্ব প্রজাপতি!
ভ্রূণ মুখে রোদ মেখে নেমে এসো নারী !
একবার মা ডাকি দৃঢ় সন্ততি !!!