ভাবছি একবার নিখোঁজের সন্ধানে'র পাতায়
ফেলে আসা স্মৃতির বিজ্ঞপ্তি দেব।
লাল কালিতে লেখা বেরোবে 'ঠিক বুকের বাঁদিক ঘেষে গাঢ় নীল জড়ুল'...জড়ুল তো ওটা ...?
নাকি যন্ত্রণার গাঢ় নীল ছোপ ?
নিরুদ্দেশ মনটার তখনো দুচোখ লাল
'দে ছুট' বলে লাগামহীন প্রতি রাতেই...
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো খুঁজে চলা।
ভোর হলেই ভিড় প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়ায় জংশনে।
প্রতিটা কামরায় চেনা-অচেনা মুখের ভিড়
স্মৃতি খুঁজে খুঁজে ক্লান্ত প্রহরগুলো হারিয়ে যায় কখন।
অবহেলা,নাকি উদাসীন সম্পর্কে টানাপোড়েন।
জীবন পিছোতে থাকে ধীর পায়ে ।
শুনেছি নতুন আসে পুরোনোকে ম্লান করে
তোমার উপেক্ষাগুলোও একদিন জমা হবে অবহেলার পুরোনো পাতায়
আমি শুধু নির্জন রাত অপেক্ষায়..
হাতরাবো অতীত...ছুঁয়ে নিতে আমাদের যাপনের মাত্র কটা প্রহর !