ভালবাসি তোমায়, সকাল সন্ধ্যা রাতে
ছুঁয়ে থাকো তুমি, স্নিগ্ধ প্রভাতে_
প্রভাতের কুয়াসা ভেজে উষ্ণতায়
জেগে উঠি তোমার দুষ্টু ছোঁয়ায়_
সেই ছোঁয়ায় অকৃত্রিম মুগ্ধকর মায়া_
শিহরিত স্পন্দিত অবিচ্ছিন্ন কায়া-
মায়ায় যখন আবছা ছায়া অঙ্কুরিত
মেঘালয়া কিরণে চারিধার প্রস্ফুটিত।
প্রস্ফুটিত কিরণ দেয় আবসা ভালোবাসা।
সব পিছুটান উপচে ফেলে হয় কাছে আসা।
মনে পড়ে??
স্বপ্ন ভরা চোখে, ভালোবাসা এঁকে দিয়ে
পবিত্র এক বন্ধনে , দুজনা আবদ্ধ হয়ে,
এক সুরে বেঁধে রাখা দু জোড়া হাত_
তখন স্বপ্নেরা এসে, কল্পনায় গাঁ ঘেষে
বাস্তব ভালোবাসা ছুঁয়ে যায় হঠাৎ।
তখন আমাদের,,
অকথ্য কথোপকথন শিহরিত স্পন্দন,
এক সুতায় বাঁধা পড়লো হৃদয়ের বন্ধন _
সেই হৃদয়ে যখন "তোমায় ভালবাসি "
প্রতিধ্বনি বেজে ওঠে _
তখন ভালবাসা ছুঁয়ে দিতে ইচ্ছে করে
তোমার মিষ্টি ঐ ঠোটে_