কথারা রূপ হয়ে যায় তোমার মাদকতায়।
নারায়ণে রূপ দিয়ে বসে থাকি মুক্ত প্রকৃতিতে
আমাকে ক্ষমা করেনি সে ও...
ধোয়া হয়নি চক্রপুরের মণিপুরী ধাম
হাত থেকে লাল নিয়ে শুধু টিপ এঁকেছি
যেখানে যায় না কেউ- যেখানে যায়নি কেউ
সেখানে সুর বেঁধেছি - সে সুর কীর্তন হয়নি আজও
জাগতিক রূপে যখন এসে দাঁড়াও মণিপুরে
- ব্রহ্মনাদ শুনি...
কখন অচেতন হয়ে যাই খোঁজ রাখে কেবল মায়া
যে প্রেম লিখি রোজ - সেখানেই তুমি আসো
সদাবিরাজমান।
ভুলে যায় রূপনগর
ভুঁয়ো আলোরন ভুলে যাই নিছক নাটুকে কথকতা।
সব মায়া।
ছায়া হয়ে ওঠে পাপকুন্ড
ক্ষমা নেই এ রূপকথায়-
কেবল রূপোলী রূপময়তায় হাসে বৈরাগ্য রূপকার।।