দেশ জুড়ে লকডাউন নভেল করোনা
বলছে নাকি ঘরেই থাকো বাইরে যেও না
দোকানদানি রাস্তাঘাটে লোক মেলা ভার
আমার ঘরে যে ধিকিধিকি জ্বলছে অনাহার
আমার ঘরের বছর আটেক শুনেছে রাস্তায়
বাপের নাকি কাজ বন্ধ ইঁটের ভাটায়
মায়ের মুখে চাপা ভয়
চলবে কেমন করে
ঘরে যে মোটে দশটা টাকা
খাবার এতে মেলে !
বউটা মোটে পাঁচমাস
মাসি বলে ভালো খাবার চাই
বাপের সুগার ভীষণ চড়া
বলতো দেখি টাকা কোথায় পাই ?
বলছে লোকে মাস্ক পড়ো
হাত ছুঁয়োনা হাতে
জ্বলা পেটে বলতো দেখি
মাস্ক বাবু কিসের কাজে আসে ?
আমায় তবে নিয়ে চলো ওই বাবুদের কাছে
বলবো বাবু দুবেলা ভাত দে না ওরে খেতে
না পারলে মানব না যা
সব বলব মিছে
বলতে পারিস খিদের চেয়ে
কোথায় বড় মহামারী আছে ?