🙏 দীপাবলী 🙏
*******সংখ্যা
********
🌼🌼🎆🎆🎆🎆🎆🎇🎇🎉🎉🎆🎆🌼🌼
📝 সম্পাদকীয়____✒️
"এবার শহর সাজবে আলোয় আলোয়
ফুটপাত থেকে গলি পথও।
মনের মধ্যে অন্ধকারে জ্বলবে এবার আলো ।।"
হ্যাঁ এবার মনের যে আন্ধকার গুলো আছে সেগুলোতে জ্বালাতে হবে আলো । ঠিক যেমন দীপাবলীতে অমাবস্যার অন্ধকার কে সরিয়ে জ্বলে উঠে মোমবাতি গ্রাম থেকে শহর ,কিংবা কোনো গলির ভেতর যেখানে হয়তো দিনের এই ব্যস্ত শহরের আলো পৌঁছায় না সেখানেও জ্বলে উঠে কিছু মোমবাতি ,কিছু হাসি মুখ আর কিছু অধরা স্বপ্নে বাঁচতে থাকে রোজ আরও একটু বাঁচার লোভে । আজ যেদিকে তাকাও দেখা যাবে একটা চলমান ট্রেন যেন ছুটে চলেছে কোনো নিদির্ষ্ট ঠিকানায় । আমরা সবাই যাত্রী যেখানে ,সবাই একটু বসার যায়গা খুঁজছে ,যেমনটি দূরপাল্লার ট্রেনে জেনারেল বগিতে হয় ঠিক তেমনি ।কেউ কারো নয় এখানে ,কেউ কারো জন্য নয় সবাই চলমান ,আপেক্ষিক । তবুও প্রশ্ন থেকে যায় যখন নিউজ পেপারের হেড লাইন হয় "মেয়েটা বাস স্ট্যান্ডে ধর্ষিত"
কিংবা "ডাইনি বলে একটি মহিলাকে জ্বালিয়ে দিল গ্রামের লোক " । আরো কত কিছু ।
আজ আধুনিক যুগ পেরিয়ে আমরা উত্তরাধুনিকে ,ডিজিটাল যুগে ,গ্রামে গ্রামে বিজলি বাতি এখন জ্বলে ,হ্যারিকেনে আর পড়তে হয় না কৃষকের ছেলেকে ।কিন্তু অন্ধকারটি কি গেছে ? মোমবাতির বদলে চাইনিজ লাইট কিংবা বিজলি বাতির আলোয় ? প্রশ্নটা থেকে যায় ,থেকে যাবে ....তবুও বাঁচতে হবে ,বেঁচে থাকতে হবে ,হাসির মাঝে দুঃখ গুলোকে লুকিয়ে ।
নিকোটিনের এবারে দীপাবলী সংখ্যায় অনেক গুণী জনকে পাশে পেয়েছি ।সকলকে নিকোটিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ।ভালো থাকবেন ,ভালো রাখবেন প্রিয় মানুষটিকে । আর এভাবেই পাশে থাকবেন নিকোটিনের এই আশা রাখি ।।
জ্যোতির্ময় রায়
কার্যকরী সম্পাদক
নিকোটিন টিম
***********
চেয়ার ম্যান সম্পাদিকা
সুধা সরকার সুস্মিতা কর্মকার
সহ সম্পাদক কার্যকরী সম্পাদক
পিন্টু মাহাতো জ্যোতির্ময় রায়
ঈশিতা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন