প্রেয়শী,
তোমার ওই টানা টানা কাজল আঁখি,
পুষ্প পাপড়ির ন্যায় ঠোঁটের বিন্যাস
অথবা ভ্রু কোচকানো মুখের হাসির
কিংবা রেশমি চুলের শিলান্যাস....
বসন্ত আসার আগমনী বার্তা বহন করে।
না কোনো কোকিল কন্ঠের প্রয়োজন নেই,
নেই প্রয়োজন রং-বেরং ফুলের বাহার।
কিন্তু সেই তুমি ঝাসির রানী বীর রমণী
সমাজের প্রভুত্বের হাত থেকে পৃথিবীর কথা
না ভেবে পারবে কি এই ফাগুনে আমায়
বুকে জড়িয়ে ধরতে! জানি পারবি না। কারণ
ঘাসের মত নিষ্পাপ ভালোবাসায়, বাতাসের ন্যায় তোমার শরীর স্পর্শ করলেও সমাজের
দরজার ওপারে বেশ্যাবৃত্তি অ্যাখ্যায়িত হবে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন