কানামাছি
আসলে যা কিছু তোমার, তা তোমার নয়,
তোমার কিছুই করণীয় থাকে না
তুমি বললে, তাহলে গান ধরো না সেই, তোমার কর্ম তুমি কর মা--...
তবু ধর্ম কেন ভাঙে ?
ভগবান তা হলে কি চরিত্রবান চরিত্রহীনতার মাঝ দিয়েই বেড়ে উঠছে !
সহস্র পাপাচারের মাঝে এসে তুমি বলো, দেখো,
প্রভু ওর মুণ্ড যেন প্রথামত খড়্গের একাঘাতে মাটিতে লুটায়--
ওরা এগিয়ে যায়।
সর্ব কর্মের অধিপতি তখন চোখে পট্টি বেঁধে কানামাছি খেলে
নিজের শরীর থেকে সে টুকরো টুকরো অংশ ছড়িয়ে দেয়--
শিব দুর্গা কালী করালী হয়ে ওরা সং সেজে খেলা করে
আর অন্যদিকে ওরা এগিয়ে যায়--একটি একাকীত্ব নারীত্ব ধুলায় লুন্ঠিত হয়--
সে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও--
কেউ তখন শোনে না--কারণ স্বর্গের রঙ্গমঞ্চে তখন
ভগবান টুকরো টুকরো হয়ে কানামাছি খেলে বেড়াচ্ছে !