নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তাপসকিরণ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তাপসকিরণ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তাপসকিরণ রায়





কানামাছি



আসলে যা কিছু তোমার, তা তোমার নয়,
তোমার কিছুই করণীয় থাকে না
তুমি বললে, তাহলে গান ধরো না সেই, তোমার কর্ম তুমি কর মা--...
তবু ধর্ম কেন ভাঙে ?
ভগবান তা হলে কি চরিত্রবান চরিত্রহীনতার মাঝ দিয়েই বেড়ে উঠছে !
সহস্র পাপাচারের মাঝে এসে তুমি বলো, দেখো,
প্রভু ওর মুণ্ড যেন প্রথামত খড়্গের একাঘাতে মাটিতে লুটায়--  
ওরা এগিয়ে যায়।
সর্ব কর্মের অধিপতি তখন চোখে পট্টি বেঁধে কানামাছি খেলে  
নিজের শরীর থেকে সে টুকরো টুকরো অংশ ছড়িয়ে দেয়--
শিব দুর্গা কালী করালী হয়ে ওরা সং সেজে খেলা করে
আর অন্যদিকে ওরা এগিয়ে যায়--একটি একাকীত্ব নারীত্ব ধুলায় লুন্ঠিত হয়--
সে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও--
কেউ তখন শোনে না--কারণ স্বর্গের রঙ্গমঞ্চে তখন
ভগবান টুকরো টুকরো হয়ে কানামাছি খেলে বেড়াচ্ছে !

তাপসকিরণ রায়




উলঙ্গ দৃষ্টি 
 **********




রক্ত স্খলিত হয়ে যাচ্ছে-- 
চুরমার আলোর টুকরোগুলি দিয়ে 
আমরা জোড়াতালি দিতে পারি তোমার মুখ-- 
এবং ক্রমশ দৈহিকতা ফিরে আসে।

খটখটে রোদ্দুরে কিছু গুলাল ছুঁড়ে দিই,
বলিএই দেখোআমারা গোধূলি রাখল,
হাতের দণ্ড আমার বাঁশিঠিক মত ধরে রাখতে চাইছি  
আমাদের গোপাল হাসি।
কখনও ধোঁয়াসা গন্ধভাল লাগা বারুদ গন্ধ শুঁকে যাই,   
বাঁচার মধ্যে মাদল বেজে ওঠেআবার কোথাও কানেস্তারা,
অরণ্যের আলো ছায়া পড়ে
ব্যথার হাতলে ছুঁয়ে দেখি চাপ চাপ আমাদেরই হৃদপিণ্ড !

এই দেখোবিষণ্ণতা ছিঁড়ে ফেলছি কেমন,
পেটে শুধু এক পিণ্ড জাবর ঘাস,
জানি সবুজ ঘাসের প্রচুর তত্ত্বকথা !  
আমি হাঁটছিআমি ছুটছিপায়ে পায়েজীবনটাকে মাড়িয়ে 
আমরা জিঘাংসা মাংসের পুটুলি ছিঁড়ে খাচ্ছি,
জানি ভয়ের মাঝে মৃত্যুর স্বাদ আছে,
উচ্ছ্বাসে ধরে রাখার শিক আছে,
হা হা হাসির মাঝে জীবনী শক্তি কুড়াতে কুড়াতে 
উলঙ্গ দৃষ্টিকে আমরা খুবলে খাব।