হুমের বায়না মায়ের কাছে
যাবে নানীর বাড়ি,
আম কুড়াঁবে ঝরের দিনে
দিবে যমুনা পাড়ি।
হুমের চড়ার অনেক ইচ্ছা
রেলগাড়ী নৌকায়,
নতুন জামা কাপড় নিবে
চামড়া জুতা চায়।
হুমের কাছে বাবা প্রিয়
আরো প্রিয় মা,
বড় বোন হুরায়রা আক্তার
নাইরে তুলনা।
হুমের পড়াশোনায় ভীষণ মন
বইগুলো হয় সঙী,
হুমের চোখে ঘুম আসিলেও
ধরেনা কোনো ভঙী।