এসো অধরা
*************
আকাশে শুক্লা পঞ্চদশী শশী!
আর আমিও চপলা অপ্সরা উর্বশী!
বহুচারিণী? হলাম না হয় আজ!
খুলেছি গহন গোপন মনের ভাঁজ!
বিশ্বের যত সুন্দর আমি ছোঁব!
বন্য তারুণ্য অরণ্য ভালোবাসায় ভাসাবো!
দিনে ঝাঁঝালো রোদ রাতে মায়াবী আলো!
মিছেমিছি সতীপনা গেলই আমার গেল!
ওলো নিশীথ ফুল মল্লিকা চামেলী!
বাতাসের সাথে আমাকে নিয়ে কি এত বলাবলি?
নির্বাসন নিয়েছে কষ্টসঙ্গী নিদারুণ অভিমানে!
তাই কি ফিসফিস ছড়িয়ে দিচ্ছিস সুবাসিত গুঞ্জনে?
এই জোছনা বাজায় একটানা কত্থক নৃত্য!
ভেঙেছি আমি লক্ষ্মণরেখা আরোপিত বৃত্ত!
এ জগতে পরতে পরতে নেশা নেশা মদিরা!
নেবো আস্বাদ পেতেছি ফাঁদ ধরতে সব অধরা!