উল্টেপাল্টে রাখা একগোছা কথাদের
একপ্রান্তে সংশয়ের দোলাচল।
যেটুকুকে নিজের ভেবে যত্নেরাখা...
সবটাই শব্দঋণ।
অন্যের দেওয়ালজুড়ে পরিচিত ক্যানভাস!!
রামধনু রঙ ছড়ায়...
ইচ্ছের আদর সেরে কাদা লাগা তুলিতে
পছন্দের নারীমুখ...
আঁচলে রক্তের ছাপ লাগলে আঁশটে গন্ধময় শরীর।
ধুলেই কি সব রঙ মুছে যায়....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন