কথার মাঝে কথা মিশে শহর পুড়ছে নিকোটিনে ।
ভিড়ের মাঝে হারিয়ে গিয়েও তোমার শব্দ নেব চিনে ।।
নোটিশ বোর্ড
সব্যসাচী তাই : রাজিত বন্দোপাধ্যায়
পৃথিবীর সব কথা , সব ব্যথা
সহেও যেন শব্দ বেছে যাই ,
সমস্ত অন্যায়ে যেন --
শব্দের সংঘাতে কাটতে চাই ।
আমি শুধু কবি নই ছন্দের --
অক্ষর অস্ত্র হাতে সৈনিক ভাই !
জীবনের শত রণে --
লড়ি একা সব্যসাচী তাই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন