নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

'সুবিৎ বন্দোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
'সুবিৎ বন্দোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ইলিশ.... সুবিৎ বন্দ্যোপাধ্যায়



তুমি আলোতে দাঁড়ালে আঁধারে তোমার দীর্ঘতর ছায়া পড়ে।

আঁধারে দাঁড়াতে দেখিনি কখনো তোমায় আমি।

এই ঘোর বর্ষায় উজান গাঙে নৌকো ভাসে প্রদীপের মত।

এই ঘোর বর্ষায় তারা সব ভিজে বিকেলের ভ্রমে সার সার মরা চোখ বুকে , আঁশটে গন্ধ গায়ে মেখে
এসে ঠ্যাকে পাড়ে।

এমন অসময়ে তোমার জন্য খুব তৃষ্ণা লাগে। ঢেউয়ের মত। ঘূর্ণিঝড়ের মত বীর্যবতী নারী।

ছইয়ের নীচে মরা মাছ পড়ে , মাছের চোখে হ্যাজাকের আলো পড়ে , আলোর নীচে লোভ পড়ে, তার গায়ে মাখো মাখো লেগে ভালোবাসা।

আমি তোমাকে চাই বর্ষার এমন ঘোর লাগা ঘরে ইলিশের মত করে রুদ্রলীনা। একদিন আগল ঠেলে।


নারী : সুবিৎ বন্দোপাধ্যায়



তুমি এক ডুবে তুলে আনছ ফুল
খুঁড়ে আনছ জলের পত্রজ হৃদয়
বাম হাতে ছুঁয়ে দিচ্ছ তারা
হয়ে উঠছে বরাভয়।

পলকে সে অলীক মাছ
মাছ থেকে নবীন গাছ

সহসা জলের তলায় ঝাপটে লাফিয়ে তাকে মুখে করে জেগে উঠছে দিগন্ত আর সর্ষে ক্ষেত 
রঙা মাছরাঙা পাখি ।

সূর্যের গায়ে গায়ে অর্বুদ জলকণা লেগে
স্ফটিকের মত অসংখ্য রামধনু ছটায় ঝিকিয়ে        উঠছ পলে পলে উড্ডীন এক আশ্চর্য্য শিখায়
তুমি সেই কখনো ফিনিক্স কখনো সাইরেন দের তিন বোন অডিসিউসের পরাজয়।