রাধা
****
আজ না হয় বাঁশি বাজিয়ে গেল রাধা-
চৌরাস্তা ধরে সোজা;
বাঁ-দিক ঘেষে নর্দমা আর নন্দনকানন।
চিবুক বেয়ে নোনা জল তখন
মাথার ওপর ঘনশ্যাম মেঘ
বাঁশি বাজিয়ে গেল রাধা-
বেনারসের গঙ্গায় ডুব দিয়ে করাচির ফুটপাথ;
মাথায় ঝুরিতে কিছু কাঁটাতার আর মৃত ধর্ম।
সিরিয়ার কিছুটা বারুদ নিল মাথায়,
রক্তের দাগ লেগে ছিল যে স্কুলটির দেওয়ালে
খসে যাওয়া লাল ঢুন, কবরের মাটি
মস্কো থেকে ইউক্রেন খালি পা, শান্ত।
বাঁশি বাজিয়ে গেল রাধা-
প্যালেস্টাইনের রেস্তোরাঁর বাইরে
বন্দুকধারী শান্ত শিশুটি তখনও শান্ত
ট্রিগারে আঙুল দেয়নি সম্ভবত এক রাত
"বোবা হও" শেখাচ্ছিল নর্থ কোরিয়ার স্কুলটি,
সুদানের রাস্তায় রেকর্ড হচ্ছিল জেহাদ।
বাঁশি বাজিয়ে গেল রাধা-
সিলেটের চা বাগান থেকে চীনের পাঁচিল
আফ্রিকার আদিবাসী থেকে নন্দনের বুদ্ধিজীবী
স্তম্ভিত সকাল থেকে ধর্ষক রাত
মারমুখী মেট্রোর প্রৌঢ়দল অথবা অবাক প্রেম
যেখানে যার ধর্ম ঠিক ছিল আগে থেকে...
ধর্মগুলি মূহুর্তে পেল প্রান
ধর্ম শুধু মানবতা মানুষের জয়গান।