বহুদিন পর আজ আমি আকাশ দেখছি !
ঘন নীলে জড়ানো মেঘলা মসলিন
চারদিকে থৈ থৈ মুক্তির ঘ্রাণ ,
কিছু পুরোনো হিসেব মিলে যাওয়ার
ইঙ্গিতবাহী সুরতান ।
সারা দুপুরের জল ভরা টুকরো মেঘের জমায়েত দেখে,
পশ্চিমের ছায়াসূর্য পাশ ফিরে শোয় -
সেই থেকেই , নীল ধারায়
ব্যাকুল বাঁশির সুর বেজে যায় ,
ইথার তরঙ্গে -
আর ঠুং ঠাং জলতরঙ্গে আকাশ ভেসে যায় !