নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুশান্ত সৎপতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুশান্ত সৎপতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সুশান্ত সৎপতি





ছবি         



আমি একটি ইউক‍্যালিপ্টাস গাছের ছবি আঁকি।সে তো কোনো কুলীন গাছ নয়, রূপবান গাছ নয়, এমনকি তার গায়ে মাথায় মুনি ঋষির ছায়া নেই ,সে আমার কাছে কীএমন? জানতে চাইল প্রাচীন দেবদারু,আমি তখন তার পাশে দেবদারু টির ছবি আঁকি,পাছে প্রিয়শাল,সখী মহুয়ার অভিমান হয় তাদের‌ও আঁকি
আঁকতে আঁকতে পুরো একটা জংগল
এঁকে ফেলি ।তার পর পথ হারিয়ে ফেলি
অগত্যা সূর্যোদয়ের অপেক্ষা করতে হয়,
অপেক্ষার প্রহর মাত্রই দীর্ঘ হয় ফলে ঘুমিয়ে পড়ি।

সুশান্ত সৎপতি





নিয়ম
******

(১)


গাছের ছায়ায়   ঘাসের উপর
বসে আছি আর ভাবছি
অন্তহীন চিন্তা স্রোত যেখানে খুশি নিয়ে যাক ।সংসার থেকে এক দুটো দিনের
ছুটিকে আর নিয়মে বাঁধতে চাই না।
বালিহাঁসের পাঁখায় মুক্তি লেখা আছে
নদীর জলে সাঁতার।আর ঐ
শাল মহুয়ার শাখায়,পাতায়
জীবনের অন্তহীন গান।
ক্ষীণ আয়ু মানুষ -আর কী চাইবো।
এতো ভালোবাসা ছড়িয়ে আছে
পৃথিবীর ধূলি মাটিতে!


               (২)

ক্রমশ চশমা পরা লোকের সংখ্যা বাড়ছে
দৃষ্টিশক্তি কমতে কমতে একসময়
পৃথিবীর রূপ দেখার জন্য
কোনো মানুষের চোখ কী থাকবেনা।কিন্তু
এ নিয়ে আক্ষেপ করার সময় এখনও আসেনি।যাদের হৃদয় বিবর্ণ হয়ে
আর এক ধরনের অন্ধকার নিয়ে এসেছে মাটির উপর,তাদের সংখ্যা বাড়ছে
পোকাদের নিয়মে।সংসারে এত অনিয়মের
মধ্যে  আশ্চর্য ভাবে এই নিয়ম কার্যকর!

সুশান্ত সৎপতি




আমরা        
*******



এভাবেই ভালো থাকব ভাবি
আমার গ্রামের পাশে নদী, শালমহুয়ার বন আর আমার পাশে অভিজিৎ, মঞ্জুরুল।
একজন বন থেকে কাঠপাতা আনে,তারপর শহরে যায় ।ওর পায়ের শব্দে উজ্জ্বল হয়ে ওঠে দুটি কৃষ্ণ ভ্রমর চোখ। আর জন সারারাত মৃদু লণ্ঠনের আলোর ভরসায়
জাল ফেলে ,হালধরে বসে থাকে।আমি আদিগন্ত মাঠজুড়ে সোনালী ফসলের স্বপ্ন
নিয়ে বাঁচি।আমাদের মাথার উপর আকাশ, আমাদের পায়ের নীচে মাটি।