রাজনীতির ফন্দি গিলে নিচ্ছে
সাধারণের সহজ সরল জীবন,
নিরীহ চোখের আর্তি ফায়দা করে
আজীবনের মতো জমা রাখে ভূখণ্ড,
আ গ্যয়া আচ্ছেদিন
আচমকা ঝাঁঝরা শ্বাপদের গুলিতে
ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে
সকল এয়োতি চিহ্ন সমূহ
মৃত্যুর চোখের শরম
জানাজা ঢাকে কফনে
মেরে প্যারে মিত্র
বহুদূরে অপেক্ষার চোখে নোনাপ্লাবন
ভেসে গেছে সোহাগী অন্ন
ওরা পাঁচ নাম গোত্রহীন সংখ্যামাত্র
সরকারী ভিক্ষার হকদার
জয় জওয়ান জয় কিষাণ
আমি উপেক্ষা ঢাকি সুখ চাদরে
কাশ্মীর - যন্ত্রণা - পরিণতি -উন্নয়নের জোয়ারে
মেতে উঠি উৎসবে-মোচ্ছবে- মাতম এ
মেরে প্যারে দেশবাসীও..........