নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রিঙ্কু মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিঙ্কু মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পুনরায়: রিঙ্কু মন্ডল


বর্ণভেদের ছোঁয়াছুয়ি করার
অভ্যাসটাই বদলালো না;
উপরন্তু দূরত্ব বজায় রাখার নির্দেশ।

মানুষের সাথে মানুষের সাক্ষাৎ নেই
হেরে যেতে বসেছে সমাজ;
জীবন কাটছে ইতর প্রাণীগুলোর মতই।

আমাদের ব্যবহার-
ভালো অথবা খারাপ
মৃত্যুর পরে সংস্কাররূপে আত্মাতে থেকে যায়।

কতদিন হয়ে গেল
গৃহবদ্ধই হয়ে আছে মানুষ,
দিন কাটায় একাকিত্বে।

বিষাক্ত ভাইরাস ধ্বংস হওয়ার পর
যদি একাকিত্বের সংস্কার থেকে যায়,
তাহলে আর একবার হবে
আমাদের পরাজয়;
যা মহামারির পর দ্বিতীয় এক মহামারি।

মিথ্যা জ্ঞান: রিঙ্কু মন্ডল



উত্তম, মধ্যম বৃদ্ধ দর্পণের তুল্য
জ্ঞানান্বিত অনুভবে পৃথিবীর মাঝি,
মিথ্যা ছাড়া জ্যেষ্ঠ বৃদ্ধ জ্ঞানপূর্ণ সাজি
অধম পারেনা দিতে প্রাপণীয় মূল্য।
বৃদ্ধগনের সম্মুখে বিম্ব হতে যাই
অস্বচ্ছ স্বীয় দর্পণে দেখায় অস্পষ্ট,
বুদ্ধি সকল সংগ্রহে হয় শত কষ্ট
জীবন চলার পথে অসাফল্য পাই।

উত্তম বৃদ্ধ সেদিন বলেছিল সত্য
অধম আমি কেবল করে গেছি হেলা।
মিথ্যা জ্ঞানে শুধু আজ অশান্তির চিত্ত
সমাজে পাগল নামে হয়ে আছি কথ্য।
মরু দেশে বয়ে যায় যৌবনের ভেলা
মাঝে মাঝে লু বাতাস প্রাণ নিতে মত্ত।