*****
সেই নদীটা অমিয় মাখা , সেই নদীতে মন
সেই নদীটার পাড়ে পুঁতি ভালোবাসার বন।
সেই নদীটা মায়ার ছায়া, সেই নদীতে জল
একটা সূতো বাঁধবে জীবন , স্রোতে ছলাছল।
সেই নদীতে জ্যোৎস্না আঁকা,ঢেউ দোলানো শ্রেয়
সেই স্রোতেতে সমর্পিত ,দুয়ার খোলা প্রিয় ।
সেই নদীটা আপন বড়ো , পাতায় বসন্তকাল
বর্ষাকালে তবে কেন ! ভাসায় মহাকাল ।
ভেসে গেল কুটির খানা, অথৈ জলে ছাওয়া
ছিন্ন হলো খড়কুটো সব, দুর্বিসহ হাওয়া ।
সেই নদীটাই সর্বগ্রাসী , সেই নদীতে শেষ
ধুয়ে- মুছে জলচ্ছবি , ভাসিয়ে দিলো দেশ ।