এসো, পুনর্বার বশী-ভূত করো প্রণয় মন্ত্রণায়
মুখে পুরে দাও পিয়ালা বিষের।
কী যে দুঃসহবাসে দিন গেছে আমাদের!
ঝরে যাওয়া সময় থেকে মৃত্যুর -
গন্ধ আসে আজও...
শোকের মাতমে ফেটে যায় মাটির হৃদয়।
এসো, পুনর্বার রোপন করো প্রলয় আসক্তি
ভঙ্গুর করোটিতে জেগে উঠুক
রক্তশ্বাস।
হে
দুর্ভোগ মরীচিকা
এই মন্হর জীবন থেকে আমাকে মুক্তি দাও।
কী যে দুর্বিষহ শীতকাল আমার ভেতরে -
বাহিরে স্তব্ধ কুঁয়াশা...
দেখে যাও
স্মরণ আর সহানুভূতিতে
শেষবারের মতো পুনর্বার,
মধু-আলিঙ্গনে জড়িয়ে রাখো রাত্রির গুহায়।