নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রলয় কুমার বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রলয় কুমার বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বিশ্ব মানবতা এখন সেদিনের অপেক্ষায়...।। : প্রলয় কুমার বিশ্বাস




যোগ বিয়োগের সহজ নিয়মেও
যেসব হিসেব মেলেনি কোনোদিন,

কোথাও যোগ, কোথাও বা বিয়োগ,
কিন্তু, এটা যে মানতেই হবে-
ভগ্নাংশ কখনও তো পূর্ণ সংখ্যা ছিল।
কোনদিন তা আবার একেই এসে মিলবে!

বিশ্ব মানবতা এখন সেদিনের অপেক্ষায়........

ঊনিশের প্রেম দিবস : প্রলয় কুমার বিশ্বাস


এক থালা পায়েস সাজিয়ে ছিল মা
ফেরা হয়নি জন্মদিনে,
গত শ্রাবণী পূর্ণিমার  বোনের রাখি হাতে ছিল সেদিনও,
প্রতি বছর এইদিনটিতে প্রেয়সী গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতো স্কুলের চেনা কৃষ্ণচূড়ার নীচে।
কিন্তু, এবারে আর ফেরা হয়নি।

আমার শরীরে এদিন তেরঙ্গা জড়ানো ছিল
মুখে ছিল তৃপ্তির হাসি,
গোটা দেশের চোখে তখন জল।
যারা কাছের ছিল, তারাই আগুন দিল
শূন্যে ভাসলো গুলির শব্দ
দলা পাকাতে লাগল আমার শিরা উপশিরা।
কিন্তু, অমরত্ব পেলাম আমি
আর ঊনিশের প্রেম দিবস।

এ রূপকথা নয় :প্রলয় কুমার বিশ্বাস


           
           

জ্বলছে দেখো মানচিত্র,  স্বপ্ন নয়গো সত্যি,
চিত্তের খাতা পুরো ভর্তি, বাদ নেই একরত্তি!
আগামীর যা কথা ছিল, সেসব আজ মিথ্যা,
বৃহস্পতি শৃঙ্খল বলেই, শুক্রাচার্যে দীক্ষা!
বাজনা বাজায় নিরো রাজা বন্ধ করে চোখ,
কুমির কান্না চোখে মুখে,  বিলাসিতায় ঝোঁক।

এ রূপকথা নয়,...
চরম বাস্তব।
চোখ খুলে জেগে দেখো একটিবার,
জীবনবিমা তেমনি আছে,
শূন্য ঘর, ফাঁকা চেয়ার!

            

মন খারাপের বসন্ত : প্রলয় কুমার বিশ্বাস



কেন জানি না এ বসন্ত
কবি মনে দাগ কাটেনি তেমন একটা।
একটা শূণ্যতা,  স্বজন হারানো বেদনা।

আগুণ ঝরা ফাগুনের মধুমাসে
অশোকেও শোক ছিল!
পলাশও কেঁদে গেছে লাশে!

লাল রঙা শিমুল কিংবা শুভ্র সজিনাও
সে অস্থিরতাকে দূর করতে ব্যর্থ।
সুমিষ্ট কোকিলের কুহুতানও পারেনি
সে শোক মেটাতে বিন্দুমাত্র।

শুধু, চোখে ভাসছে ভাইয়ের লাশ,
বাসন্তীর চোখে জল.....!!
           

দ্যাখনদারী :প্রলয় কুমার বিশ্বাস

.               

বছরে এই একটা দিন -
দ্যাখনদারী দেখলে গা পিতপিত করে।

বলি,
আর কত?
তোমাদের জবাব নেই মাইরি!

বলি আর কতটা উন্মুক্ত হলে মিলবে সমান অধিকার?
নাকি মুখ বাঁচাতে নামাবলী জড়ানো?

আহা,কি নারী প্রীতি! 
লা-জবাব!....

তবে মোমবাতি মিছিল কিসের?

বীরের মা : প্রলয় কুমার বিশ্বাস



উপত্যকায় বারুদের গন্ধ,
    মায়ের চোখে জল।

বসন্তে কোকিলের সুর আজ বিষণ্ন ;
অশোক, শিমুল,  পলাশ
    বিন্দুমাত্র দাগ কাটেনি মনে।

অবশেষে ফিরল বটে,
সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটায়ে
     কফিন বন্দি হয়ে।

মুখে ছিলো তার তৃপ্তির স্মিত হাসি।

শুধু,
মায়ের চোখের আড়ালে প্লাবন।