নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কপালে সিঁদুরের ছাপ এঁকে : অনোজ বানার্জী



রাঙা  বসন্ত এল, দিকে দিকে :
তবু ক্লিন্ন বরষা ঘনঘোর,
মেঘ, বৃষ্টি,ঝড়,বন্যা...
হৃদয়ে  ধূ ধূ তপ্ত বালুরাশি। শুভ মিলন হলনা,তবএওু কপালে পবিত্র  সিঁদুরের ছাপ এঁকে দেহজ  অবৈধ ভার;;
সমাজের চূণকালি মুখ
নাটকাভিনয় এর আড়ালে  ঢাকা।
সুখের শত ওয়াট বাল্ব ফিউজ হল
হৃদয়ের ল্যাম্পপোস্টএ
সংসারের বলবিয়ারিং বিকল,;
দুপয়সা রোজকার  নেই
বেকার দাদার, রিটায়ার্ড  বাবার।
দেহের বিজনেসে কলংকিত তাই,
ষোড়শী সুন্দরী  বাংলার নারী।
চ্যঁদনী নশ্বর দেহে বিলাসী ভোগী পশুর
অনিবার্য  রক্তজ পাথরের ভার ;
অবৈধ  ভবিষ্যৎ..
কপালে সিঁদুরের ছাপের আড়ালে
অতি সযত্নে লুকানো ।।

কোন মন্তব্য নেই: