হস্ত ভাঙা আজ প্রভাতে
ঝান্ডা তো কোন দূর,
গনতন্ত্রের বিলুপ্তিতে
অশিক্ষা ভরপুর।
আমরা নেতা, আমরা রাজা
ব্যালট ভেঙে পায়রা সাজা।
আমরা প্রধান আমরা প্রথম,
প্রতিযোগীদের নেই প্রয়োজন।
আমরা একাই একশ হাঁকিয়ে দেবো,
নিলাম হাতুড়ি গুঁড়িয়ে দেবো,
হাতে বাটি ধরিয়ে দিয়ে
বলব শান্তিপুর।
গনতন্ত্রের বিলুপ্তিতে
একনায়কতন্ত্রতা মজবুর।
বিপ্লববাদ আগুন জ্বালাও,
রক্ত ফুটুক টকবকে।
ভাঙা হাতই সঙ্গী থাকুক,
বিপ্লব দেখো রক্ততে।
শুরু হোক বিরোধীতা
অন্যয়ের প্রতিবাদে,
চেয়ে দেখো সকল স্থানে
বঞ্চিতরা এখনো কাঁদে।।
২টি মন্তব্য:
Valo hoya6a comred
Valo hoya6a comred
একটি মন্তব্য পোস্ট করুন