নোটিশ বোর্ড
পিয়ালী সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পিয়ালী সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পিয়ালী সাহা
তবুও বৃষ্টি নামে
************
এক বিকেলের হঠাৎ বৃষ্টিতে ফোঁটা ফোঁটা জলের সঙ্গে মিশে গেলে তুমি
চুঁইয়ে পড়তে লাগলে
আমার চুল ঘাড় কপাল বেয়ে
আমার সে বিকেলের স্বাদ তখন শুধু ভালোবাসার
এক পা,দু পা এগোতে এগোতে অনুভব করলাম অসম্ভব কালো চারিদিক
আমার চিবুক থেকে আর ঝরে পড়ছেনা বৃষ্টির শীতলতা
সেই ফোঁটা গুলো তখন
স্বাদে অম্ল..
আর সেই আমি তখন শীতলতা ছেড়ে
বিকৃত এক অন্য আমি
যে ভিজেছিল
আর শুধু ভিজতে চেয়েছিল
তবু আজও বৃষ্টি নামে অন্য কোথাও
হয় শ্রাবণে নাহয়
মনের ঈশান কোণে
পিয়ালী সাহা এর কবিতা
ঘর পোড়া দিওয়ালি
অভিমানের পাহাড় চূড়ায় বসে কখনো ঝর্ণার গান শুনেছ?
শুনেছ বৈকি তুমি তো গান শোনো।
শুনেছ বৈকি তুমি তো গান শোনো।
আমি উপলব্ধি করি।
জানো, ওগুলো কিন্তু কোনো গান নয়,ওই পাহাড় টার কান্না।দেখলে তো এবারও ভুল করলে।
জোনাকি কে তারা আর সুর্য কে প্রদীপ তো তুমি সব সময় ভাবো।
সেই তফাৎ টুকু বোঝোনি বলেই যেদিন নিজের ঘরে আগুন লাগলো সেই আগুন কে দিয়ালির রোশনাই করে নিলে।
সেই তফাৎ টুকু বোঝোনি বলেই যেদিন নিজের ঘরে আগুন লাগলো সেই আগুন কে দিয়ালির রোশনাই করে নিলে।
আজও সেই পোড়া ছাই গুলো বড্ডো চোখে পড়ে।অন্ধকার হয়ে যায় চারদিক।
~~***রূ-প-ম***~~
~~***রূ-প-ম***~~
পিয়ালী সাহা
সে বারের সেই পুজোতে আর ঠাকুর দেখা হয়নি,
দুটো চোখ এসে আড়াল করলো সব আড়ম্বর ......
বড্ড হিংসুটে যে , একার রাজত্বে একাই রাজা .....
দুটো চোখ এসে আড়াল করলো সব আড়ম্বর ......
বড্ড হিংসুটে যে , একার রাজত্বে একাই রাজা .....
তারপর ভাঙ্গলো রাজ-রাজত্ব
ভাঙ্গন আঁকড়ে
ভাঙ্গাচোরা হাড় চামড়া কুড়িয়ে উঠে দাঁড়ালাম
দেখি, যাঃ মেরুদণ্ডটাই তো জোড়া হয়নি
থাক ! বাকি রাস্তা না হয় কারো সাহায্যে.......
ভাঙ্গন আঁকড়ে
ভাঙ্গাচোরা হাড় চামড়া কুড়িয়ে উঠে দাঁড়ালাম
দেখি, যাঃ মেরুদণ্ডটাই তো জোড়া হয়নি
থাক ! বাকি রাস্তা না হয় কারো সাহায্যে.......
এখন দুটো ছোট্ট শক্ত হাত
ধরে থাকে
দেখি ঠাকুর
কিন্তু মুখ ?
আরো ...আরো অনেক গভীরে কাঠ খড়ের হাহাকার ....
ধরে থাকে
দেখি ঠাকুর
কিন্তু মুখ ?
আরো ...আরো অনেক গভীরে কাঠ খড়ের হাহাকার ....
সে হয়তো আজও দেখে
মুখ।রূপ।তুলির টান
মুখ।রূপ।তুলির টান
রূপম দেহি ! রূপম দেহি ! রূপম দেহি !.......মা ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)