সার্কাস জীবন
**************
হে ঈশ্বর
সার্কাসের তাঁবু থেকে বলছি
তাঁবুর সারা শরীরে
বড় বড় আইহোল
ঝড় এসে উকিঁ দেয়
দ্যাখে
জোকারেরা কষ্ট আর কান্নাগুলোকে
ধর্মান্তরিত করছে হাসি আর মজা
বিদেশী শরীরের জ্যোতস্না
কুড়িয়ে নিচ্ছে দর্শক
হাতি-ঘোড়া-কুকুর আর পাখি
কসরত ফেরি করছে
কংক্রিটের জঙ্গলে
একটা দুখি খিদে
ট্রাপিজের খেলা দেখাতে দেখাতে
এগিয়ে আসছে আমার দিকে
সেই আদিম যুগের ছেঁড়া জাল
আজো ব্যালান্স করছে মানুষের
হে ঈশ্বর
এই সার্কাস জীবন আর
জীবনের সার্কাস
মেলাবো কোন অংকে....