নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তুলি রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তুলি রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তুলি রায়





বেলা অবেলা কালবেলা
******************



যেভাবে হারিয়ে যাচ্ছে খেইগুলো
মাঝ দরিয়ার তরী
উড়ছে শুধু ছাই
চিত্রনাট্যের নাটকীয়তায়
প্রলাপ সংলাপগুলো
মাখছে বিসর্জনের মাটি
আবাহনের থেকে বিসর্জন অনেক সহজ ছিল
যবনিকার পরেও জেগে থাকে উপন্যাসের আলো
যতটা আঁধার
তার থেকেও তীব্রতর হয় মুহূর্তমগ্নকাল
কাল-আকালের লীলায়
বাঙ্ময় হয়ে থাকে
আমাদের যাবতীয় ধূসর বার্তালাপ


                                     

তুলি রায়






*চৈ -চৈ*
********




স্মোগি সন্ধাগুলো নিয়ে আসে কিছু অশনিসংকেত
            হয়তো ঝাপসা বলেই
বর্তুলাকার শুকনো ঠোঁটে
             অমলিন হাঁসি


জানা হয় নি বৃথা কি আড়ালের চেষ্টা
প্রতিটা জানালাতেই একটা অদৃশ্য পর্দা থাকে

বাতাসের উপস্থিতি সবসময় বোধগম্য না হতেও পারে

ফাঁকা কলসীর আওয়াজ সমর্থ হয় না তার গভীরতা জানাতে

লীলাবতীর বিনিদ্র যাপনে কারোর কিছু এসে যায় না

অপেক্ষারা ক্লান্ত হয়
  
উড়তে থাকে বিন্নী ধানের খই....


                                    

তুলি রায়




অতঃপর...
**********




অনুরণনটা তখনও লেগে
চোখ বুজলে একরাশ ফেনিল বুদবুদ
সব রঙ মিশে বুঝি এমন সাদা হয়!
আমি বাসন্তিকা
তুই বুঝি ফাগ


বাতাসে পলাশ ছোঁয়
ঝরাপাতার উঠোন
ফিসফিসিয়ে
অসম্পৃক্ত কথকতা

অসমতা ছাপিয়ে
জেগে ওঠা সুপ্ত আদিমতা

গলে পড়া লীন তাপে
দাহ্য আমি -তুই

নিষিদ্ধ দ্বীপ
হেঁটে বেড়ায় রূপকথারা

অতঃপর চাঁদ ওঠে

বেজে চলে রিঙটোন.....


                                

তুলি রায়





ফার্টিলিটি 




পরাগরেনু মাখা প্রতিটা গমনশীলতা

ঘুমিয়ে থাকে নিষেকে

রাস্তা মাপে
জীবন-জরিপ

পাগলীটার যৌনতা নিয়ে কারোর মাথা ব্যাথা ছিল না

মাতৃত্ব এসেছে ওর

আসলে গমনশীল হতে সবাই পারে না !