দুচোখে প্রেমের প্রদীপ
হৃদয়ে কাশের বন
চল না, ওলো সজনী
দুজনে হারিয়ে যাব মস্ত-মগন ।
শাখাতে আসবে মুকুল
অলিকুল গুনগুনাবে
রাখবো তোর হাতে হাত
জীবনের সুখ-দুঃখ সব খেই হারাবে ।
আজ এই বসন্ত-দিন
তোকে খুব পড়ছে মনে
ভুলে সব প্রতিশ্রুতি
সার ফেলে তুই, ছুটলি কার পিছনে ?
আজো সবুজ আমার আকাশ
শুভ্র স্মৃতি-মেঘ ভাসে মনে
ক'টাদিন কাটিয়ে যা না
রোদেলা বসন্ত দিন এই উঠানে ।
আসা আর যাওয়ার মাঝে
জমালি সই কত ধন ?
যোগ-বিয়োগের খাতাখানা
রাখছে হিসাব কোন্ মহাজন ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন