নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সত্যি :সুমিত ভদ্র



বিস্তৃত কংক্রিটের রাস্তা;
হাঁটতে হাঁটতে একদিন ব্যর্থতার দীর্ঘশ্বাস ছাড়ে,
সেলাইয়ের পরে সেফ্টিপিনে আটকানো হাওয়াই চটিটা।
পথের ধারে সস্তার ল্যাড়ো বিস্কুট আর এক কাপ গরম লাল চায়ের ধোঁয়াতে
একনিমেষে ফ্যাকাসে হয়ে আসে ঝা চকচকে শহরতলি।
তবুও চোখ বন্ধ করলে
এখনও সামনে আসে নিজের হাতে সাজানো আলোকিত এক স্বপ্নপুরী;
একমুহুর্তের মধ্যেই সমস্ত স্বপ্ন চুরমার করে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দেনায় জর্জরিত পরিবার আর বেকারত্বের সাথে গভীর সম্পর্ক।
জীবনে কখনও প্রেম ছিল,
ছিল চিত্রকলাতে নতুন নতুন সৃষ্টির আনন্দ-
আজ সবই অতীত,
অনিশ্চিত ভবিষ্যতের দায়ে প্রেম আজ পরিণত বিচ্ছেদে
আর ভার্জিন ক্যানভাসের মতোই সাদা হয়ে থাকে জীবনের সব সৃষ্টির উল্লাস!
তবুও আত্মবিশ্বাস হারায়নি কখনও ছেলেটি;
বুকের মাঝে আজও বাঁচে রবির কলম-
"নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে।"

কোন মন্তব্য নেই: