এমন অনেক স্বপ্ন থাকে
কিছু অমলিন স্বপ্ন থাকে।
সবার থাকে।
পূরণ যদি হবার নয়, তবুও থাকে।
নিরীহ কিছু ইচ্ছে থাকে
তুমি ভরসা দিলে বেড়ে উঠবে
এই বর্ষায় মাথা তুলবে
বাগান জুড়ে বেঁচে থাকবে
বিরাট ক্ষেতে তোমার মুখের জন্ম দেব
তোমার আদল, তোমার চোখ
তোমার নখের স্পর্শ দেব
আমার এমন স্বপ্ন ছিল মালী হব
আকাশ ফুঁড়ে রোদ আনব
মাটি খুঁড়ে আনব জল
সেচ করব, ফসল তুলে ভরব ঘর
আগুন আঁচে সেঁকব রুটি
নরম রুটি তাওয়ার আঁচে তৃপ্তি পাব।
তৃপ্ত হব।
হা, এমন স্বপ্ন সবার থাকে।
আমার থাকে, তোমার থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন