নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অর্ঘ্যদীপ আচার্য্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্ঘ্যদীপ আচার্য্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অর্ঘ্যদীপ আচার্য্য




কিছুটা অবাক ঠোঁট, অবাধ্য সেজে নামে গালে,
শহরে মিছিল হোক, চেনা কোনও বোতাম হারালে।


বালিশের প্রতিবেশী আজও সেই অপরূপ হাতই - 
চোখেরা বৃদ্ধ হলে, কান্নাই বিরল প্রজাতি।

বৃষ্টিই থাকে শুধু ছেড়ে এলে, মানুষের পাশে,
চলো, তুমি-আমি মিলে একসাথে যাব ইতিহাসে।

মায়াবী ঘুমের কাছে পরজন্মের থেকে ফিরি,
আমার যেমন তুমি, বিপ্লব হলো জন হেনরিরই।

তুমুল দুঃখে যদি "ভালোবাসি" বলি, মেনে নিও -
মানুষের মিথ্যেতে, দোষ পেল একা পিনোকিও।

ভালোবাসা রোজ জেতে, প্রেমের এই একদিনই জেতা,
সবচেয়ে সফল আজ পৃথিবীতে ফুলবিক্রেতা।

একশো আট :অর্ঘ্যদীপ আচার্য্য




গুহা চিত্র, প্রদোষ মিত্র, বাসে ভর্তি লেডিস সিট
ইয়ে দোস্তি, খাটে মস্তি, প্রেমে পড়তে কঠিন গিঁট ।

যা নিষিদ্ধ, অকাল বৃদ্ধ, আহা বৌদি পাড়ার ক্রাশ
অতি শান্ত, কি বৃত্তান্ত? কাশি কমতে চবনপ্রাশ !


যথা ইচ্ছে, জানান দিচ্ছে, জ্যামে আটকা আরাম যান
হেবি ফরসা, গুরুই ভরসা, বেবি ধরতে শারুক্ষান !

জমে যুদ্ধ, লাফিং বুদ্ধ, দামে তুঙ্গ বাজার হাট
যাহা দৃশ্য, পুরো নিঃস্ব, গোটা লাইফে একশো আট ।

রেখে উহ্য, দারুণ বুঝছো, ছবি ও সই, মানুষ ক্লোন
এত কান্ডে, এ ব্রহ্মান্ডে, একা হচ্ছে অনেক জন !