এক টুকরো হাসির খোঁজে ফিরব কোথায় বলতে পারো?
গৃহের কোনে? সবার মাঝে? লুকিয়ে আছে হৃদয়ে কারো?
সবার সাথেই মেলাতে গিয়ে,
সবার মতো হতে গিয়ে
বারে বারে বদলে যাচ্ছি
হারিয়ে ফেলছি নিজেকে যে!
কারণ, ওরা চাইনা আমায়
চাইনা রাখতে কাছে,
কাছে গেলেই তাই তো সবাই
দূর দূর দূর করে।
খাবার খেতে যাচ্ছি যখন
আহ্লাদে আটখানা
যেই ঘেঁষেছি ওদের কাছে
শুনিয়ে দিল কথা ষাটখানা।
এবার বলো কোন সুখেতে ফিরব তাদের কাছে?
কোন আশাতে ঘুরব বলো তাদের পিছে পিছে?
আমিও মানুষ এই কথাটা যাচ্ছে কি ওরা ভুলে?