আজও শিহরণ
*************
অমর একুশ ভাষা দিবস,
তোমায় হাজার সেলাম,
তোমার মূল্যে বিশ্বে আজ,
আমাদের এত সুনাম।
দেশের জন্যে,ভাষার জন্যে,
আমরা এগিয়ে সবার চেয়ে,
অন্যায় আপোষ কখনো নয়,
মরতেও রাজী শিক্ষা দিয়ে।
ইতিহাসের সাক্ষী অমর একুশ,
ভাষার জন্যে মরণ পণ,
তোমার সংগ্রাম রক্তে লেখা,
আমার জন্ম হয়নি তখন,
অবাক প্রজন্ম ভাষার জন্যে,
প্রাণ দিয়েছিল এত লোকে,
অমর একুশ কে ভোলেনি মানুষ,
গর্ব মোদের মুখেমুখে।
মাতৃভাষা, মাতৃভূমি, মাতৃক্রোড়,
কেড়ে নিতে এলে,
মহোল্লাসে লড়ে যাব জেনো,
রক্ত দিয়ে হোলী খেলে।