নীলাঞ্জনা তুমি কোথায়?...
তোমার নামের অর্থ হয়েছে অনেক
আগুনের মত ঝলসে যাওয়া
রক্ত গরমের মত ছড়াছড়ি
হ্মন্ডলিপির মত আছড়ে খেয়ে পরে
প্রতিটি অহ্মর।
কখনো আবার হ্মন্ডলিপির মত
আগুনের বারুদ হয়ে
উফরে পরে
দেহের প্রতিটি খন্ড।
সেটি পরিহ্মার অগ্রগতি "হলেও
নীল সীমানায় ঢেকে আছে
দেহের হ্মন্ড।
আছড়ে পরছে বিভিন্ন্য আকাড়ে
স্বরলিপির কিঞ্চিৎ শব্দে।
বিহ্মন্ড হ্মন্ড হয়েও
অজস্রো শ্রাবণ ভাবে
এক বিদুৎের ঝলক আসে
ভয়াবহ তীব্র স্থানে।
শরীরের কুচড়ানো মাংস খন্ড
হ্মত-বিহ্মত হচ্ছে
আর
চুষছে লাল গোলাপের মিস্টি আচে।
একটি ঠোট
তখনি খন্ডলিপির মত ছড়িয়ে পরছে
রক্তের স্থানে মিশছে
সাগরের কিনারে
তখনি একটি
আলিঙ্গনায় প্রেমিক জড়িয়ে যায়
অহ্মরে এক বিষ পান
মধুরত এই সাগরে।
তখনি
মধুরত হয়ে ওঠে
হ্মত-বিহ্মত শরীরটি নিয়ে
আর
ফুটাই
বিভিন্ন্য আকাড়ের
খন্ড খন্ড দেহ।