বাঙ্গাল ও কাঙ্গাল
**************
বাংলা বল্লে বাঙ্গাল বলো
বাঙ্গাল কথা সত্য বটে
বাঙ্গাল আমি কাঙ্গাল নই
ভিন ভাষা নেই ঠোঁটে।
বাংলা বল্লে বাঙ্গাল বলো
ডাকো আমায় ক্ষেত
একুশ এলে চিৎকার করো
বুঝিনা তোমাদের ভেদ।
বাঙ্গাল আমি কাঙ্গাল নই
নই আমি বাংলিশ
উপরে যেমন ভিতরে তেমন
নই তো আমি ইবলিশ।
হয়তো আমি দিন মজুর
হয়তো কোন চাষী
বাংলা আমার মায়ে মতো
বাংলারে ভালোবাসি।