নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শেষের সংলাপ

শেষের সংলাপ

©রণজিৎকুমার মুখোপাধ্যায়

যৌবনের হিরণ্ময় দিনগুলো
তোমাদের জন্যে স্বেদ ঝরিয়ে ব্যয় করলাম ;
কত আব্দার , কত গঞ্জনা , কত আদর , কত লাঞ্ছনা সামলে যখন উপনীত হলাম গোধূলি বেলায়
তখন আস্তে আস্তে তোমাদের আচরণে অনুভব
করতে লাগলাম ,আমি যেন দিন দিন এ পৃথিবীতে
ভারী বোঝা হয়ে উঠছি।অথচ কেউ মুখ ফুটে কিছু
না বললেও অনুভব করছে  আমার অস্থি মজ্জা
চাল চলনে ,বাচনভঙ্গিতে দিনের পর  দিন ।
বেশ বুঝতে পারছি এ সংসারে প্রয়োজনের 
বাতিটার তেল ফুরিয়ে আসছে তাই মনে ধরছে না ।ওরা ভাবছে এ সূর্যটা একদিন ডুবে যাবে তখন ভুবনহবে অন্ধকার ।সেই অন্ধকারে যাতে না থাকতে হয় তার জন্য আর এক নবীন সূর্যের দিকে হাত বাড়াও ; সে আর কেউ নয় আমাদের সন্তান ।

অদ্ভুত আমাদের মনের গতি , অদ্ভুত
এ সংসারের অভিনব আচরণ ।
এসব রোজ ভাবায় আমাকে জেনো ,
যদিও তার মুখোমুখি হই নি  এখনো ।
তুমি কী ভেবেছ কোনদিন ফুরিয়ে আসা এ জীবনের কথা ?তুমি কি একবারও অনুভব কর
বাস্তবে ঢলে পড়া সূর্যের ব্যথা ;
সমব্যথী দরদী বন্ধু আমার ।

কোন মন্তব্য নেই: