নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিচারের বানী গুলো আজ কাঁদছে : মান্নুজা খাতুন





কাঁদছে!
হ্যাঁ! ডুকরে ডুকরে কেঁদে উঠছে
অসহায় নির্যাতিত মানুষদের প্রতি দেওয়া
‘বিচারের বাণী’ গুলো। 
কিছু নিন্দুকের ভয়ে গৃহকোণে আবদ্ধ হয়ে থাকা
ইমামপাড়ার শান্ত-লাজুক মেয়েটির উষ্ণ অশ্রু’র ছোঁয়া পেয়ে
ডুকরে ডুকরে কাঁদছে ‘বিচারের বাণী’ গুলো ;

সন্দেহ জাগছে মনে!  তবে খোঁজ নিতে পারো সীমান্ত ঘেষা ইমামপাড়ার মোড়ে।
রাস্তার পাশে ভেঙ্গে পড়া ছাউনির নীচে
ছেলেমেয়ে নিয়ে পড়ে থাকা ওই অভাগীনি কে দেখেছ
সমাজের দাদাদের চোখরাঙানী আর নিষ্ঠুর চক্রান্তে
আজ তারা গৃহছাড়া,  বড্ড ক্ষুধার্ত ওর ছেলেমেয়েরা
জিজ্ঞেস করে দেখতে পারো তাদের
ওদের অসহায়ত্বের বেদনায় বেদনাতুর হয়ে
বিচারের মিথ্যে বাণী গুলোও আজ থেকে থেকে চোখ মুছে ফিরছে
প্রতিবাদের ঝান্ডা হাতে তুলে নিয়ে।

1 টি মন্তব্য:

Bitofen বলেছেন...

Bicharer bani sotty boro asohoi..khub sundor hoye6e