''রাষ্ট্রভাষা''
*******
আমার ভায়েরা রক্ত দিয়ে সেদিন
রঞ্জিত করেছিল রাজপথ।
উর্দ্দুই হতে হবে বাংলার রাষ্টভাষা
পিন্ডির হুকুমতে নেয় মত।
তরতাজা প্রাণ বলিদানে রুখে
সে দিনের কালো ধারা।
কেঁপে উঠে মসনদ করে গদগদ
সকল দাবীতে দেয় সাড়া।
এই মুখের ভাষা কেড়ে নেবার
সাধ্য যে নাই কাহার।
আমার মায়েদের মুখে শুনেই
ফুটে স্বরের বাহার।
এ ভাষায় বর্ণে সাহিত্য লিখে
কুড়িয়েছি ভবে সম্মান।
এ ভাষায় দৈনিক ইচ্ছে প্রকাশে
প্রশান্তি পায় যে প্রান।
স্বরে অার ব্যাঞ্জনে লুকে আছে
সভ্যতা কৃষ্টি আচার।
শিল্পীর তুলিতে দেয়ালে অঙ্কিত
মুখরিত শ্লোগান বাঁচার।
এ ভাষার বর্ণে বিন্যাস ছড়ানো
এঁকে যাই সুখে কল্পনা,
মস্ত অভিধানে খুটে খুটে দেখে
অবসান করি জল্পনা।
আমার এ ভাষা আলো আশা
মুক্তো মানিক সোনা।
অগনিত কাব্য উপন্যাস গল্পে
সারা বিশ্বে আছে বোনা।
ফিরে আসে বায়ান্নর স্মৃতি নিয়ে
প্রতি একুশে ফেব্রুয়ারী।
বেদীটায় দাঁড়িয়ে অশ্রুজলে
ফুলে ঢাকি শহীদ ফুয়ারী।