নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সৈকত বণিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৈকত বণিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সৈকত বণিক

 নিরুদ্দেশের শেষে 
*******************




একটা দেশলাই কাঠি জ্বালালাম
হঠাৎ যেন আঁধার নেমে এলো 
চলে গেলাম সিন্ধু সভ্যতার ৩৪ ফুট গভীর স্নানাগারটায়... 
আড়াল থেকে দেখলাম নগ্নতার বেশে তোর অর্ধসিক্ত তনুরাশি। 
কিন্তু সেই দেহটায় আজকের মতো কালো দাগ খুঁজে পাইনি তো... 
বুঝলাম পাঁচ মাথার ভিড়
আর পার্ক স্ট্রিটের ধোঁয়া- তোকে বড্ড বেশি আপন করেছে... 
আজও কিন্তু আমি তোর চোখে 
একটা নকশী কাঁথা আর একটা সাজুকে খুঁজে বেড়াই... 
কিন্তু তোর পছন্দ তো গুচ্চিও গুচ্চির ডিজাইনার 
আর ইসাবেলা মার্চেন্ট। 
সত্যি ঐন্দ্রিলা, আমার ভালো লাগে না
ভালো লাগে না, যখন সবাই তোর বুকের খয়েরি তিলটা দেখে
নিজের বুকে হাত ঘষে। 
তুই তো জানিস, দক্ষিণেশ্বরের ঘন্টা 
আর সোনামা'র মুড়ি মাখা আমার কতটা প্রিয়! 
তবু বারবার কেন শরীর দোলাতে নিয়ে যাস
ডিজে-লাউঞ্জের ডান্স ফ্লোরে??
কেন রোজই বার্মিস ককটেলের পেগে চুমুক দেওয়াস???
না ঐন্দ্রিলা, আমি পারবো না 
স্টারডাস্টর কভার পেজে তোর নাভির পাশে সূর্য দেখতে... 
তুই বরং ছুটির দিনে আমায়
মুগের বড়া আর মোচার ঘন্ট খাওয়াস, 
পারলে শোনাস দক্ষিণেশ্বরের ঘন্টা।
স্বপ্নে বরং নিয়ে যাস হরপ্পা-মহেঞ্জোদড়োয়...



সৈকত বণিক





সঙ্গী যখন হেমলক
*****************





তবে তাই হোক
আমার গায়ে হাত দিয়ে যেদিন  নশ্বর হয়েছিল ব্রহ্মপুত্র
সেদিন তো প্রশ্ন করিনি
কেন করলে এইরকম, বলো।
শরীর শুধু শরীর, প্রিয়তমা নয়
তাই বনমালী নস্কর লেনের শরীরটা
আজ তোমার খাদ্য
কাল আবার রবীন্দ্রতীর্থ...
সেদিন যে বলেছিলে
আমি নাকি তোমার বিশল্যকরণী!
তোমার ক্ষতের প্রলেপ
তাহলে আমায় ক্ষতবিক্ষত করতে
একটুও হাত কাঁপল না, অথবা মন?
রবীন্দ্রসরোবরে আজও ভীড় হয়
হাট বসে বক্সিগঞ্জে
জমে ওঠে ময়ুরপঙ্খী
কেউ দেখে না
নির্ভয়া আজও কাঁদে
কখনো জনসমক্ষে, কখনো বা আড়ালে।।।

সৈকত বণিক






একুশের ডাকে স্ত্রৈনতা
********************




সেদিন শহরের শীতলতম দিনে
বোধহয় সেই জামরুল গাছের নীচে
নিজেকে আবার হারালাম
তোর কাজলের কাছে...
কিছু প্রশ্ন ছিল, শুকনো
আচ্ছা তোর সাথে মেঘের আহ্লাদে
এখনও বৃষ্টি পড়ে?
কৃষ্ণকলি বলে এখনও কেউ ডাকে তোকে?
আমি তো ভেসেছি তোর কবিতায়
আর তুই আমার ছন্দের আস্কারায়...
সেই শেষ পিরিয়ডের শেষ বেল
কিংবা ভাঙা ঘাটে পা চুবিয়ে জলকেলি-
আমার সব প্রশ্নের উত্তর দিতে পারেনি
হয়ত আমায় খুঁজে চলেছে
স্ট্রিট লাইটের আবছা আলোয়...
আর তুই অনেক অনেক দূরে
সেই জামরুল গাছের নীচে
শহরের শীতলতম দিনে...