তুমি যে আমার মা ****************
জীবন সংগ্রামে এগিয়ে যায় মহীয়সী নারী , যাদের আঁচলে ধারণ করেছে হাজার সেনা । ধরণীর বুকে হাজারো স্বপ্ন থাকে মানবের , সব স্বপ্নের ধারক - বাহক , তুমি যে অনুপ্রেরণা , তুমি যে গর্বিত জাতি আমার মা । যাদের কন্ঠে মুখরিত ধরণী জীবন সংগ্রামে কত সৈনিকের গর্ভধারণী তুমি যে করেছো হাজার প্রদ্বীপ উন্মোচন তোমার বুকে ধারণ করেছো , মানব মুক্তির সম্মোহনী । তুমি যে আমার " মা " । মায়ের কূলে সন্তান যখন রঙ্গিণ স্বপ্ন দেখে, সেই আলোতে স্বপ্ন দেখে প্রদ্বীপ জ্বালায় মা । সে যে কারো বোন , সে যে কারো সহধর্মী তাদের সম্ভ্রম রক্ষা করে ,দিবো তোমায় উপমা। তুমি ধরণীর বুকে লালন যে মা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন