একটু বাঁচার জন্য
**************
আমার সাধ ছিলো সংসার আশ্রমে
সাধন সঙ্গির ইন্দ্রজালের জটিল অঙ্কে
হয়ত চাঁদ ডুবে গেলে ডোবা পুকুরের শ্যাওলাগুলো ফণা তোলে
ভিতরে ভিতরে ইচ্ছে ভূতের ষড়যন্ত্রে লজ্জা দোলে
আমার অনুভূতিগুলো অবুঝ মাকড়সার জালের মত জড়ায় মনে
তবে কি মন জুড়ানো হাওয়া হারায় কালের করাল থাবায়
না কি রাবণের রৌদ্র দিবস চিতা
রাত দিন পোড়ায় পোড়া মনের পাঠশালা
এ এক বিষম রহস্য ঘেরা রঙীন জগতের রস
একে একে বয়ে যায় বয়স সাধ আর জীবনের জ্বালা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন