আরাধনা
*********
শিউলির ডালে কুঁড়ি ভরে এলো,
কাশফুলের গন্ধে আকাশটা ভরালো।
পুজো পুজো আনন্দে মাতল সবাই,
আত্মহারা খুশিতে জীবনটা ভাসায়।
শারদ প্রাতে পেঁজা তুলোর মত মেঘ,
শুভ্র-সমুজ্জল-কান্তি-সুকোমল-নি র্নিমেখ।
বাতাসে বাতাসে ভেসে এলো আগমনী গান,
দুর্গা মায়ের বোধন দিয়ে পুজো-আরাধন।
নতুন জামা,নতুন পোশাক,নতুন শাড়ি গয়না,
বাঁধ ভাঙা খুশিরে ভাই, ধরে রাখা যায়না।
আয়রে ছুটে,আয়রে পলি, মিলি-লিলি,
পুজো এবার জমবে দেখ, আয়রে চোখ তুলি।
মা দুর্গা আসছেন ঘরে নতুন সকাল নিয়ে,
প্রাণের ইচ্ছা আছে যা আজ মাগি মন দিয়ে।
প্রার্থনা করি মাগো, সকলেরে রেখো শান্তিতে,
অশান্তির ছাপ যেন না লাগে কারো মনেতে।
অশুভ সব অঞ্জলি দিই তোমার চরণে,
খরা মুছে ধরায় এনো শুভ এই লগনে।
হাসি ভরা থাকে যেন, ক্লান্তি-দৈনতা ভুলে,
থাকতে যেন পারি,জাতিভেদে, সকলে মিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন