লজ্জাব্রত
*********
ঠাকুমার ঝুলি হাঁটকালে এখন রূপকথা না,
বেরিয়ে আসে ভোর রাতের ধর্ষণের গল্প।
নাতনিদের চোখে অসহায়তা,
কিছু নাতিদের চোখে লজ্জা
কিছুর চোখে উল্লাস।
এ শহরকে আমি চিনি না।
জন্মাবধি যাকে আমি চিনে আসছি।
পিছন ফিরে আমার শৈশবকে অলীক বলে মনে হয়। আঙুল ধরে বড়ো করে তোলা জল-হাওয়া-পথ- মাঠ-ঘাস-
সবাইকে আজ ধর্ষকের মতো লাগে।
... ওরা রাজপথ দিয়ে উলঙ্গ হাঁটে,
আমরা শালীন পোশাকি রক্ষাকবচ বানানোর মিথ্যে চেষ্টায়.....!
তারপরও শ্বেতশুভ্র শাড়িতে ভয়ঙ্করতার লাল!
দেখি, চমকে উঠি...
আর বাড়ি ফিরে শিবরাত্রির ব্রত রেখে
লিঙ্গের মাথায় ঢালি কামনার জল....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন